ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

আল হিলালের কাছে হারল রোনালদোর দল আল নাসের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৫১, ২ ডিসেম্বর ২০২৩

সৌদি প্রো লিগের শীর্ষ দুই দলের লড়াইয়ে জিতেছে আল হিলাল। রোনালদোর আল নাসেরকে ৩-০ গোলে হারিয়ে শীর্ষস্থান আরও মজবুত করলো তারা।

প্রথমার্ধে অবশ্য সমান তালেই লড়াই করে দু’দল। গোলের সুযোগও পেয়েছিল বেশ কয়েকটা। তবে নিখুঁত ফিনিশিং করতে পারেনি কেউই। 

রক্ষভাগের খেলোয়াড়দের পারফরম্যান্সও ছিল চোখে পড়ার মতো। 

বিরতির পর নিজের মাঠে আরও উজ্জিবিত হয়ে ওঠে আল হিলাল। গোলও আসে দ্রুতই। ৬৪ মিনিটে এগিয়ে দলটি। 

প্রাণপন চেষ্টা করেও গোলটি শোধ দিকে পারেনি রোনালদোরা। উল্টো শেষ মুহূর্তে আরও দুই গোল হজম করতে হয়েছে আল নাসেরকে। 

এতে শীর্ষে থাকা আল হিলালের থেকে ৭ পয়েন্টে পিছিয়ে পড়লো রোনালদোর দল।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি