ঢাকা, শনিবার   ২৮ ডিসেম্বর ২০২৪

আলবেনিয়ানকে মেসিডোনিয়ার স্পিকার নির্বাচিত করায় বিক্ষোভ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৪৮, ২৮ এপ্রিল ২০১৭ | আপডেট: ১৩:৫২, ২৮ এপ্রিল ২০১৭

একজন আলবেনিয়ানকে, মেসিডোনিয়ার পার্লামেন্টের স্পিকার নির্বাচিত করায় ব্যাপক বিক্ষোভ হয়েছে। এসময় সোস্যাল ডেমোক্রেটিক দলের নেতাসহ অন্তত ১০জন আহত হয়।
সাবেক প্রধানমন্ত্রী নিকোলার দলের সমর্থকরা এসময় নতুন করে নির্বাচনের দাবিও জানান। বিক্ষোভের এক পর্যায়ে পার্লামেন্ট ভবনে ভাঙচুর চালিয়ে ভেতরে ঢুকে পড়ে তারা। এসময় পার্লামেন্টের ভেতরে রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন। বিক্ষোভকারীদের নিয়ন্ত্রণে স্টান গ্রেনেড ছুঁড়ে পুলিশ। সোস্যাল ডেমোক্রেটিক দলের নেতা পার্শ্ববর্তী দেশ আলবেনিয়ার সাথে জোট করার পর থেকে বিক্ষোভ করছে মেসিডোনিয়ানরা। পার্লামেন্টে বিক্ষোভের এ ঘটনায় নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন।


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি