ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

আলমগীর ও রুনার বাসায় তারকামেলা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৩৬, ১৬ সেপ্টেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

নতুন সিনেমায় কাজ শুরু করেছেন চিত্রনায়ক আলমগীর। ঢাকার এফডিসিতে চলছে এই সিনেমার শুটিং। ‘একটি সিনেমার গল্প’ নামের এই সিনেমার শুটিং নিয়ে গতকাল শুক্রবারও সকাল থেকে এফডিসিতে ব্যস্ত ছিলেন আরিফিন শুভ, ঋতুপর্ণাসহ অন্য শিল্পীরা।


শুভ গণমাধ্যমকে বলেন, আজ আমাদের সবার দাওয়াত। তাই সবাই মিলে এখন ছুটছি রুনা ম্যাম (রুনা লায়লা) ও আলমগীর স্যারের (আলমগীর) বাসায়। আলমগীর ও রুনার আসাদ অ্যাভিনিউয়ের বাসায় খাওয়াদাওয়ার পাশাপাশি ছিল জম্পেশ আড্ডা।


‘একটি সিনেমার গল্প’ পরিচালনার পাশাপাশি এতে অভিনয়ও করেছেন আলমগীর। এই সিনেমার অন্য অভিনয়শিল্পীরা হলেন চম্পা, সাবেরী আলম, সাদেক বাচ্চু প্রমুখ।


আলমগীরের সিনেমায় নায়ক হিসেবে আছেন আরিফিন শুভ এবং গায়িকা হিসেবে আঁখি আলমগীর। অতিথিদের আপ্যায়নের জন্য আলমগীর ও রুনার বাসায় আয়োজন করা হয় নানা পদের রান্না।  

//এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি