ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

আ.লীগ নেতার ছেলের বিয়ে, পলাতক সাবেক মন্ত্রী-এমপিদের মিলনমেলা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৫৪, ২১ এপ্রিল ২০২৫ | আপডেট: ১৩:১০, ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুকের ছেলে ড. ফায়েজের বিয়ে বর্ণাঢ্য আয়োজনে সম্পন্ন হয়েছে। সেই অনুষ্ঠানেই দেখা মেলে আওয়ামী লীগের বেশ কয়েকজন সাবেক মন্ত্রী-এমপি ও নেতাদের।

রোববার (২০ এপ্রিল) লন্ডনের অভিজাত গ্রীনিচ এলাকার হোটেল ইন্টার কন্টিনেন্টালে বিয়ের আয়োজন করা হয়।

ওই বিয়ের ছবি-ভিডিও ফেসবুকে শেয়ার করেন যুক্তরাজ্যে অবস্থানরত দলটির বিভিন্ন নেতারা। মুহূর্তেই
তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

তাতে দেখা যায়, আওয়ামী লীগ সরকারের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ, সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আব্দুর রহমান, সাবেক প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী, সাবেক নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, সিলেট-৩ আসনের সাবেক সংসদ সদস‍্য হাবিবুর রহমান হাবিবসহ আরও অনেকেই অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন।

ছবিতে সাবেক মন্ত্রী-এমপিদের বেশ হাসিখুশি দেখা যায়। বিয়েতে আসা নেতাকর্মীদের সঙ্গে কথা বলেন, অনেকের সঙ্গে ছবিও তোলেন তারা।

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হলে পালিয়ে দেশ ছাড়েন এসব এমপি-মন্ত্রীরা। পালিয়ে যাওয়ার কয়েক মাস পর থেকে বিভিন্ন দেশে প্রকাশ্যে আসতে থাকেন আওয়ামী লীগের এসব শীর্ষ নেতারা।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি