আ’লীগের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসছে শুক্রবার (ভিডিও)
প্রকাশিত : ১২:৫১, ২৭ অক্টোবর ২০২২
ডিসেম্বরের শেষভাগে হতে পারে উপমহাদেশের অন্যতম প্রাচীন রাজনৈতিক দল আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলন। এজন্য দিনক্ষণ নির্ধারণসহ ১১ এজেন্ডা নিয়ে ২৮ অক্টোবর গণভবনে বসছে দলটির কার্যনির্বাহী সংসদের বৈঠক। একই সঙ্গে ঘোষণা আসবে চার সহযোগী ও দুই ভ্রাতৃপ্রতিম সংগঠনের সম্মেলনের।
২০১৯ সালের ২০ ও ২১ ডিসেম্বর হয়েছিল ক্ষমতাসীন দল আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলন। ত্রিবার্ষিক সময় সীমা শেষ হবার আগেই ২২তম সম্মেলনের প্রস্তুতি নিতে নির্দেশ দিয়েছেন দলটির সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
২৮ অক্টোবর গণভবনে বসতে যাচ্ছে কার্যনির্বাহী সংসদের বৈঠক। ২২তম জাতীয় সম্মেলনের তারিখ চূড়ান্ত করা হতে পারে এ দিন। একই সঙ্গে মেয়াদোত্তীর্ণ হয়ে যাওয়া ছাত্রলীগ, যুব মহিলা লীগ, মহিলা আওয়ামী লীগ, তাঁতী লীগের সম্মেলনের তারিখও ঘোষণা করা হবে।
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, “বাংলাদেশ আওয়ামী লীগের বিভিন্ন সাংগঠনিক টিম ইতিমধ্যে জেলাগুলোর সম্মেলন শেষ করেছে। ঢাকা মহানগর দক্ষিণের কয়েকটি থানা ছাড়া উত্তর-দক্ষিণের সবগুলো শেষ হয়েছে। যে কয়টি বাকি আছে তা নভেম্বরের মধ্যে শেষ করা হবে। ডিসেম্বরের শেষ দিকে জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে।”
ডিসেম্বরে রংপুর সিটি নির্বাচনসহ নিজেদের সাংগঠনিক কর্মসূচিসহ নানা বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসবে বৈঠক থেকে। দলের নেতারা বলছেন, জাতীয় সম্মেলন উপলক্ষে নভেম্বরের প্রথম সপ্তাহ থেকেই গঠনতন্ত্র, ঘোষণাপত্র পরিবর্তন, পরিমার্জন ও সম্মেলন সফল করার কার্যক্রম শুরু হবে।
এরই মধ্যে ১০টি উপ-কমিটি প্রস্তুত করতে নির্দেশ দিয়েছেন দলের হাইকমান্ড।
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাসিম বলেন, “আগামী জাতীয় সংসদের নির্বাচনে আমাদের রাজনৈতিক কর্মসূচি, নির্বাচনী ইশতেহার এবং আগামীর বাংলাদেশ কিভাবে পরিচালিত হবে সবকিছুই এবারের কাউন্সিলে জনগণের সামনে তুলে ধরা হবে।”
বিশ্বমন্দার কারণে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা অর্থ সাশ্রয় করার আহ্বান জানিয়েছেন। আর তাই এবার ঐতিহাসিক সোহরাওয়ার্দি উদ্যানের একইমঞ্চে হবে কেন্দ্রীয় আওয়ামী লীগসহ সাত সংগঠনের সম্মেলন।
এএইচ
আরও পড়ুন