ঢাকা, বুধবার   ০৮ জানুয়ারি ২০২৫

আলোকচিত্রী সাইদা খানমের মৃত্যুতে সংস্কৃতি প্রতিমন্ত্রীর শোক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৪৩, ১৮ আগস্ট ২০২০ | আপডেট: ১১:৪৫, ১৮ আগস্ট ২০২০

আলোকচিত্রী সাইদা খানমকে পদক পরিয়ে দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

আলোকচিত্রী সাইদা খানমকে পদক পরিয়ে দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

একুশে পদকপ্রাপ্ত বাংলাদেশের প্রথম নারী আলোকচিত্রী সাইদা খানমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি।

আজ মঙ্গলবার রাত আনুমানিক ৩টার দিকে রাজধানীর বনানীস্থ নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সাইদা খানম (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। 

প্রতিমন্ত্রী আজ এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

শোকবার্তায় সংস্কৃতি প্রতিমন্ত্রী জানান, ’৫০ এর দশকে বেগম পত্রিকায় আলোকচিত্রী হিসেবে কাজ শুরু করেন সাইদা খানম। কাজ করেছেন সত্যজিৎ রায়ের মতো বিখ্যাত চলচ্চিত্র পরিচালকের সাথেও। ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধ শুরুর আগে ঢাকার আজিমপুর এলাকায় অস্ত্র হাতে প্রশিক্ষণরত নারীদের ছবি তোলেন। অদম্য সাহসী আলোকচিত্রী সাইদা খানমের অনুপ্রেরণায় পরবর্তীতে এ সাহসিকতা ও মর্যাদাপূর্ণ পেশায় অনেক নারীর পদচারণা ঘটেছে। বাংলাদেশে নারী জাগরণের অন্যতম পথিকৃৎ এ মহীয়সী নারী তাঁর কর্মের মধ্য দিয়ে চিরস্মরণীয় হয়ে থাকবেন।

উল্লেখ্য, মৃত্যু কালে তাঁর বয়স হয়েছিল ৮০। ব্যক্তিগত জীবনে এই আলোকচিত্রী অবিবাহিত ছিলেন।

এএইচ/এমবি


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি