ঢাকা, বৃহস্পতিবার   ২৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

আলোকিত মানুষ গড়তে শিক্ষার মান উন্নয়ন জরুরি বলছেন শিক্ষাবিদ ও গবেষকরা

প্রকাশিত : ০৯:৫৩, ১৬ এপ্রিল ২০১৬ | আপডেট: ১৮:৩২, ১৬ এপ্রিল ২০১৬

Ekushey Television Ltd.

শুধু সুশিক্ষা নয়, অকল্যানকর কিছু থেকে মুক্ত হয়ে নিজেকে আলোকিত করতে পাঠাভ্যাসের বিকল্প নেই। তাই পাঠ্যসূচির বাইরেও পড়ার অভ্যাস বাড়াতে মনোযোগ দিচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো। মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের জন্য লাইব্রেরি ব্যবহারের সময় বেঁধে দিচ্ছে শিক্ষা মন্ত্রণালয়। শিক্ষাবিদ ও গবেষকরা বলছেন, আলোকিত মানুষ গড়তে শিক্ষার মান উন্নয়ন জরুরি। রাজধানীর এই স্কুলের নিজস্ব লাইব্রেরীতে শিক্ষার্থীদের পছন্দমত বই নিয়ে পড়ার সুযোগ আছে। শুধু তাই নয়, প্রতি সপ্তাহে, চল্লিশ মিনিটের একটি লাইব্রেরি ক্লাসও চলে। শুধু স্কুলের সুষ্ঠু ব্যবস্থাপনার কারণে এমনটা হয়েছে। স্কুল কর্তৃপক্ষ বলছে, সময়ের অপচয় হয় এমন কিছুর আকর্ষণ বা আসক্তি থেকে বইয়ের দিকে মনোযোগ ফিরিয়ে আনতে কাজে দিচ্ছে লাইব্রেরির পাঠাভ্যাস। বোঝার শক্তি বা ভাষা জ্ঞান বাড়ানোসহ শিক্ষার্থীর মানসিক পরিপূর্ণ বিকাশে পাঠাভ্যাস জরুরি বলে মত দিয়েছেন শিক্ষাবিদ ও গবেষকরা। তারা বলছেন, শিক্ষার মান উন্নয়নে লাইব্রেরীর ভূমিকা অগ্রগণ্য। এদিকে, বিষয়টির গুরুত্ব বুঝতে পেরে আগামী শিক্ষা বর্ষ থেকে শিক্ষার্থীদের লাইব্রেরীতে পড়ার অভ্যাস বাধ্যতামূলক করার কথা ভাবছে শিক্ষা অধিদফতর। এই আয়োজনে শিক্ষা প্রতিষ্ঠানের উদ্যোগ এবং ব্যক্তি ও প্রতিষ্ঠানের অনুদানকেও অগ্রনী ভূমিকায় থাকতে হবে বলেই মনে করেন সংশ্লিষ্টরা।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি