ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

আলোকিত সমাজ গড়তে চাই মূল্যবোধসম্মত শিক্ষা : ঢাবি ভিসি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৪১, ৬ জানুয়ারি ২০১৮ | আপডেট: ০০:০২, ৭ জানুয়ারি ২০১৮

আলোকিত সমাজ গড়তে চাই মূল্যবোধ সম্মত শিক্ষা। ঢাকা বিশ্ববিদ্যালয় সেই কাজটিই করে যাচ্ছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

আজ শনিবার টিএসসিতে ‘শতবর্ষের পথে বাংলা বিভাগ’ প্রতিপাদ্য নিয়ে বাংলা বিভাগ অ্যালামনাই’র দিনব্যাপী পুনর্মিলনী অনুষ্ঠানে তিনি মন্তব্য করেন।

ভিসি বলেন, সমাজকে আলোকিত করার জন্য মূল্যবোধ একটি প্রয়োজনীয় উপাদান। মূল্যবোধের মাধ্যমে মানুষে মানুষের মধ্যে মমত্ববোধ জাগ্রত হয়। যার মাধ্যেমে সমাজ পরিবর্তন করা সম্ভব।

আখতারুজ্জামান বলেন, মূল্যবোধ শিক্ষার মাধ্যমে একজন মানুষ যেমন সচেতন হিসাবে বেড়ে উঠতে পারে তেমনি নৈতিকতাপূর্ণ আচরণের বিকাশ ঘটায়। ব্যক্তি বিশেষের শিক্ষা, তার জ্ঞানের পরিপূর্ণতা এবং পারস্পরিক মমত্ববোধ ও সহনশীলতাকে বাড়িয়ে তোলে।

এমিরিটাস অধ্যাপক ড. আনিসুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. ভীষ্মদেব চৌধুরী, নির্বাচন কমিশনার মাহাবুব তালুকদার, অধ্যাপক আব্দুল্লাহ আবু সায়ীদ, অধ্যাপক তৈয়বুর রহমান প্রমুখ।

/ এআর /


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি