আল্পস পর্বতমালায় বরফ ধ্বসে নিহত ৬
প্রকাশিত : ১১:১৭, ১৩ মার্চ ২০১৬ | আপডেট: ১১:১৭, ১৩ মার্চ ২০১৬
আল্পস পর্বতমালার ইতালি অংশে বরফ ধ্বসে চার ইতালিয়ানসহ ৬ জনের মৃত্যু হয়েছে। এখনও নিখোঁজ রয়েছে অনেকেই।
তবে ঠিত কত জন এখনো বরফের নিচে আটকা পড়ে আছে তা জানাতে পারেনি উদ্ধারকর্মীরা। শনিবার আল্পস পর্বতের প্রায় ৩ হাজার মিটারেরও বেশী এলাকায় বরফ ধ্বস হয়। স্কী চালকারা চূড়ার উপর থেকে নীচে নামার সময় ধ্বস শুরু হয়। তিনটি হেলিকপ্টার ও ৭০ জনেরও বেশী উদ্ধারকারী উদ্ধার কাজ করছেন। তবে ধ্বসের আগেই সেখানে সতর্কতা জারি করা হয়েছিল বলে জানিয়েছে, স্থানীয় সংবাদ মাধ্যমগুলো।
আরও পড়ুন