ঢাকা, মঙ্গলবার   ১৪ জানুয়ারি ২০২৫

আশরাফুল ব্যর্থ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৩৪, ৫ জানুয়ারি ২০১৯

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ষষ্ঠ আসরের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছে মাশরাফির রংপুর রাইডার্স ও মুশফিকুর রহিমের চিটাগাং ভাইকিংস। শনিবার রাজধানীর মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে রংপুর রাইডার্সের দেওয়া ৯৯ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ঝড়ো গতিতে এগিয়ে যাচ্ছে চিটাগং ভাইকিংস। কিন্তু প্রচেষ্টা চালিয়েও ব্যর্থ হলেন মোহাম্মদ আশরাফুল।

শফিউল ইসলামের শিকারে মাত্র ৩ রান করে সাজঘরে ফিরেছেন আশরাফুল। এর ফলে ৬ বছর পর বিপিএলে প্রত্যাবর্তনটা সুখকর হলো না তার।

এর আগে টসে হেরে প্রথমে ব্যাটিংয়ে নামে রংপুর। তবে মুশফিক বাহিনীর বোলিং তোপে শুরুটা শুভ হয়নি উত্তরবঙ্গের দলটির। এর মধ্যে একের পর এক ব্যাটসম্যান যাওয়া-আসার মিছিলে যোগ দিলেও থেকে যান বোপারা। একপ্রান্ত আগলে একাই লড়াই চালিয়ে যান তিনি। শেষদিকে হার মানেন এ ইংলিশ ব্যাটারও। রাহীর শিকারে পরিণত হন বোপারা। শেষ পর্যন্ত ৯৮ রানে গুটিয়ে যায় মাশরাফির রংপুর।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি