ঢাকা, বুধবার   ০১ জানুয়ারি ২০২৫

আশরাফুলের নৈপূণ্যে হংকংয়ের বিপক্ষে বড় জয়

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:৩৩, ১১ মার্চ ২০১৮

শুরুতে পিছিয়ে থেকেও এশিয়ান গেমস হকির বাছাই পর্বের ম্যাচে হংকংয়ের বিরুদ্ধে বড় জয় পেয়েছে বাংলাদেশ।

আশরাফুল ইসলামের জোড়া গোলে ৫-১ব্যবধানে হংকংকে হারিয়েছে মিলনরা।

রোববার ওমানের সুলতান কাবোস কমপ্লেক্সে ম্যাচ শুরুর কিছুক্ষণ পরই পিছিয়ে পড়ে বাংলাদেশ। ম্যাচের ১৫ মিনিটে হংকংয়ের হয়ে গোল করেন ফেলিক্স চিং হিম।

তবে কিছুক্ষন পরেই সমতায় ফেরে টাইগাররা। ম্যাচের ৩৩ মিনিটে আশরাফুল ইসলাম পেনাল্টি শটে সমতায় ফেরান।

এর দুই মিনিট পরেই আশরাফুলের আরও একটি গোলে ২-১ ব্যবধানে লিড নেয় সফরকারীরা।

৪৭ মিনিটে রোমান সরকার ও ৫৮ মিনিটে রাশেদ মাহমুদ গোল করে ব্যবধান বাড়ান ৪-১ এ।

৬০ মিনিটে দলের হয়ে শেষ গোলটি করেন মিলন হোসেন।

 

টিকে


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি