ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

আশা করছি শেষ ম্যাচে ভালো কিছু হবে: মাশরাফি

প্রকাশিত : ১৫:৩১, ১৯ ফেব্রুয়ারি ২০১৯ | আপডেট: ১৫:৩৮, ১৯ ফেব্রুয়ারি ২০১৯

ফাইল ছবি

ফাইল ছবি

আগামীকাল বুধবার বাংলাদেশের হোয়াইটওয়াশ এড়ানোর লড়াই। উইকেট দেখে মাশরাফির মনে পড়ছে প্রথম ওয়ানডের কথা। নেপিয়ারের উইকেটও তো ভালো ছিল। কিন্তু পারেনি দল। শেষ ওয়ানডেতে ভালো কিছুর জন্য অধিনায়ক তাকিয়ে টপ অর্ডারের দিকে।

এর আগে নিউজিল্যান্ড সফরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম দুটি ম্যাচেই ৮ উইকেটের বড় ব্যবধানে হেরেছে টাইগাররা। এখন শঙ্কা হোয়াইওয়াশের। তবে কিউদের হারিয়ে আত্মবিশ্বাস পেতে চান টাইগার অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।

সংবাদ সম্মেলনে মাশরাফি বলেন, ‘নেপিয়ারেও ভালো উইকেট ছিল। হয়তো আমাদের মানিয়ে নিতে সময় লাগছে। তবে ২-০ তে পিছিয়ে থাকার পর এসব অজুহাতের মতো মনে হতে পারে। আশা করি শেষ ম্যাচে ভালো কিছু হবে, টপ অর্ডার ভালো কিছু করবে।’

টাইগার অধিনায়ক আরো বলেন, আমার জানামতে ডানেডিনের উইকেট ব্যাট করার জন্য অনেক ভালো। এখানে নিউজিল্যান্ড ইংল্যান্ডের বিপক্ষে ৩৪০ রান তাড়া করে জিতেছিল ৪৫ ওভারেই। আশা করছি দারুণ ব্যাটিং উইকেট হবে। এটা মাথায় রেখে ভাল পরিকল্পনা করব।

এদিকে ইনজুরির কারণে ইতোমধ্যে ছিটকে গেছেন গত দুই ম্যাচের রান পাওয়া মোহাম্মদ মিথুন। এখন উইকেট কিপার কাম ব্যাটসম্যান মুশফিকুর রহিমকে নিয়েও রয়েছে শঙ্কা। দেখা যাক শেষ ম্যাচে তাকে একাদশে দেখা যায় কি না।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি