ঢাকা, বুধবার   ০১ জানুয়ারি ২০২৫

আশা জাগিয়েও ফিরলেন লিটন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:১৯, ১০ মার্চ ২০১৮ | আপডেট: ২৩:৪৬, ১০ মার্চ ২০১৮

ঝড়ো সূচনা করে আশা জাগিয়েও প্যাভিলিয়নে ফিরে গেলেন লিটন দাস। ২১৫ রানের পাহাড়সম টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতেই লঙ্কান বোলারদের উপর চড়াও হন তামিম ইকবাল। বসে থাকেন নি লিটন। প্রথমে েএকটু সময় নিলেও পরে হাত খুলতে থাকে লিটনের। 

অবশেষে আউট হওয়ার আগে ১৯ বলে ৪৩ রানের এক ঝড়ো ইনিংস খেলেন। এর আগে নিদহাস ট্রফিতে নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ভালোই জবাব দিয়েছিল বাংলাদেশ। দুই উদ্বোধনী ব্যাটসম্যান তামিম ইকবাল ও লিটন দাসের ব্যাটিংয়ে বিনা উইকেটে প্রথম অর্ধশতক পায় টাইগাররা। তামিম ২২ বলে ৩৭ রান করে অপরাজিত আছেন। অন্যদিকে তাকে সঙ্গ দিচ্ছেনব সৌম্য সরকার। 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি