ঢাকা, মঙ্গলবার   ০৫ নভেম্বর ২০২৪

আশুলিয়ায় কবরস্থান থেকে নারীদের কঙ্কাল চুরি

সাভার প্রতিনিধি

প্রকাশিত : ১২:৩৯, ২ সেপ্টেম্বর ২০২৩

সাভারের আশুলিয়ার স্থানীয় একটি কবরস্থান থেকে ৪টি কঙ্কাল চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। চুরি হওয়া কঙ্কালগুলো সবই নারীর কঙ্কাল বলে জানা গেছে। 

শুক্রবার (১ সেপ্টেম্বর) বিষয়টি জানাজানি হলে ওই কবরস্থানে ভিড় জমান স্থানীয়রা। 

এর আগে বৃহস্পতিবার (৩১ আগস্ট) দিবাগত রাতে আশুলিয়ার দরগার পাড় এলাকার গাজীর দরগাঁ সরকারি কবরস্থানের মহিলা কবরস্থান থেকে ওই কঙ্কালগুলো চুরি হয়।

স্থানীয়রা জানায়, ওই কবরস্থানে এক পাশে নারী আর এক পাশে পুরুষের মরদেহ কবরস্থ করা হয়। মাহমুদা খানম নামের এক নারীর মা মারা গেলে এই কবরস্থানেই তাকে কবরস্থ করা হয়। প্রায় দেড় বছর যাবৎ প্রতি শুক্রবারে মায়ের জন্য দোয়া করতে কবরস্থানে আসেন তিনি।  প্রতি শুক্রবারের ন্যায় গতকালও আসলে কবর থেকে কঙ্কাল চুরির বিষয়টি বুঝতে পারেন তিনি। 

পরে আশপাশে আরও ৩টি কবর খুড়ে কঙ্কাল চুরি করার বিষয়টি দেখতে পান। পরে ওই নারী স্থানীয়দের খবর দেন।

কবরস্থানের খাদেমের দায়িত্বে থাকা মনির হোসেন বলেন, খবর পেয়ে কবরস্থানে এসেছি। এখানে ৪ নারীর কঙ্কাল চুরি করেছে দুর্বৃত্তরা। প্রতিটি কবর এক থেকে দেড় বছরের পুরোনো। আমরা স্থানীয় চেয়ারম্যানকে বিষয়টি জানিয়েছি। এছাড়া থানায়   অবিহিত করা হয়েছে।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) অপূর্ব সাহা বলেন, কবর থেকে কঙ্কাল চুরির বিষয়টি নিয়ে প্রাথমিকভাবে তদন্ত করে ৪টি কঙ্কাল চুরির তথ্য পাওয়া গেছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি