ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

আশুলিয়ার ১২ পোশাক কারখানায় সাধারণ ছুটি

সাভার প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৩১, ১১ ডিসেম্বর ২০২৪

Ekushey Television Ltd.

ঢাকার সাভারের আশুলিয়া শিল্পাঞ্চলের অন্তত ১২টি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। 

বুধবার (১১ ডিসেম্বর) শ্রমিকদের অব্যাহত আন্দোলন ও কর্মবিরতির মুখে এসব কারখানা ছুটি ঘোষণা করা হয়। 

শিল্প পুলিশ বলছে, শ্রমিকরা যদিও কোনো বিশৃঙ্খলা বা ঝামেলা করছে না, তবে বর্ধিত বেতনে সন্তুষ্ট না হওয়ায় তারা কাজ বন্ধ রেখেছেন, কেউবা কারখানা থেকে বেরিয়ে গেছেন।

ইন্ডাস্ট্রি সূত্র বলছে, হামীম গ্রুপ, শারমীন গ্রুপ, মেডলার, নেক্সট কালেকশন, আল মূসলীম, সেতারা গ্রুপসহ বেশ কিছু কারখানার শ্রমিকরা সকালে এলেও ইনক্রিমেন্ট বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে কাজ বন্ধ করে রেখেছেন।

আরেকটি সূত্র জানায়, শ্রমিকদের আন্দোলনের কারণে নাসা ও ট্রাউজার লাইন শ্রম আইনের ১৩(১) ধারায় তাদের কারখানা বন্ধ ঘোষণা করেছে, ব্যান্ডো ডিজাইন সাধারণ ছুটি ঘোষণা করেছে, হামীম ও নীট এশিয়ার শ্রমিকরা অলরেডি কারখানা থেকে বেরিয়ে গেছে। নিউ এইজ, ডেকো, আল মুসলিম, এথিকালসহ অন্যান্য কয়েকটি কারখানার শ্রমিকরা কাজ বন্ধ করে ফ্লোরে বসে আছেন।

এছাড়াও কাজ বন্ধ করে শ্রমিকরা কর্মবিরতি পালন করায় গতকালের ঘোষণা অনুযায়ী বন্ধ রয়েছে আরও কিছু কারখানা। যদিও এখন পর্যন্ত বন্ধ থাকা এই কারখানাগুলোর সঠিক সংখ্যা জানা যায়নি।

এর আগে শ্রমিকদের কর্মবিরতির কারণে গতকাল মঙ্গলবারও আশুলিয়ার অন্তত ১০টি কারখানায় উৎপাদন কার্যক্রম বন্ধ ছিল।

শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভুইয়া বলেন, বর্ধিত বেতনে সন্তুষ্ট নন শ্রমিকরা, তাই তারা কাজ বন্ধ করে বসে আছে। তবে কোন প্রকার অরাজকতা কিংবা বিশৃঙ্খলা তারা করছেন না।

তিনি আরও জানান, কাজ না করায় অন্তত ১২টি তৈরি পোশাক কারখানা আজ সাধারণ ছুটি ঘোষণা করেছে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি