আশুলিয়ায় অপহরণের ১১ দিন পর ব্যবসায়ী উদ্ধার
প্রকাশিত : ১৬:৪৩, ৬ এপ্রিল ২০১৯
রাজধানী ঢাকার উপকন্ঠ আশুলিয়ায় অপহরণের ১১ দিন পর ইদ্রিস আলী (৩৮) খান নামের এক ব্যবসায়ীকে টাঙ্গাইলের শফিপুর থানা এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। এসময় নারীসহ এই চক্রের তিন সদস্যকে আটক করা হয়েছে। তবে অপহরণ চক্রের নায়ক রাজুকে এখনো আটক করতে পারেনি পুলিশ। অপহৃত ইদ্রিস আলী খান পরিবহন, দোকান ও জমির ব্যবসায়ী।
শনিবার দুপুরে আশুলিয়া থানায় সংবাদ সম্মলনের মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেন আশুলিয়া থানা পুলিশ। এর আগে গতকাল শুক্রবার বিকেল ৪টার দিকে টাঙ্গাইলের সখিপুর পাহাড়তলীর এক বাড়ি থেকে তাদের আটক করা হয়। আটক অপহরণকারীরা হলো-টাঙ্গাইলের শফিপুর দায়রাপুর গ্রামের মৃত সূর্যত আলীর ছেলে মো. রাজ্জাক (৪৫), কুষ্টিয়ার খোকসা থানার ওসমানপুর গ্রামের মালাল শেখর ছেলে এনামুল (৩০) ও অপরজন গাজীপুরের কাশিমপুর থানার হাতিমারা গ্রামের আব্দুল হকের মেয়ে মাজেদা বেগম (৩৫)।
অপহৃত ব্যবসায়ী জানান, সিলেটে বেড়াতে যাবার কথা বলে গত ২৫ মার্চ ভুক্তভোগীর বন্ধুসহ ৯ জনের অপহরণ চক্র তাকে কৌশলে অপহরণ করে। পরে তার পরিবারের কাছে ৫০ লাখ টাকা দাবী করে কিন্ত ইদ্রিস আলী খানের ছেলে আশুলিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে উদ্ধার করে আশুলিয়া থানা পুলিশ ।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক মো. মনিরুজ্জামান পিপিএম জানান, ইদ্রিস আলী খানের ছেলের অভিযোগের ভিত্তিতে তদন্ত করে আমরা অপহরণের সত্যতা পাওয়া গেলে তাকে উদ্ধারের অভিযান শুরু করা হয়। তথ্যপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে অপহৃতের অবস্থান নিশ্চিত করে সখিপুর পাহাড়তলীর এলাকা এক বাড়ি থেকে নারীসহ তিনজনকে আটক ও ভুক্তভোগীকে জীবিত উদ্ধার করা হয়। এ ঘটনার মুল হোতাকে আটক করা সম্ভব যায়নি। তাকে আটকের জন্য অভিযান অব্যাহত রয়েছে।
কেআই/
আরও পড়ুন