ঢাকা, বুধবার   ২৭ নভেম্বর ২০২৪

আশুলিয়ায় অপহৃত পোশাক শ্রমিক ময়মনসিংহ থেকে উদ্ধার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:৪৫, ৯ সেপ্টেম্বর ২০১৮ | আপডেট: ২৩:৪৬, ৯ সেপ্টেম্বর ২০১৮

রাজধানী ঢাকার নিকটবর্তী শিল্পাঞ্চল আশুলিয়া থেকে অপহরণের একদিন পর পোশাক শ্রমিক নিউটন চাকমাকে ময়মনসিংহ থেকে উদ্ধার করেছে পুলিশ। অপহরণকারীরা অপহৃতের স্ত্রীর নিকট মুক্তিপণ বাবদ এক লাখ টাকা দাবি করলে সে আশুলিয়া থানায় এসে ওই দিন বিকালে একটি সাধারণ ডাইরি (নং ৬৩৮) দায়ের করেন। পুলিশ অপহরণকারীদের মুঠোফোন নাম্বারে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে তাদের অবস্থান সনাক্ত করেন।

এরপর রোববার দুপুরে ময়মনসিংহ জেলার সদর থানার হরি শংকর রোড,গাঙিনার পাড় একটি খোলা জায়গা থেকে তাকে অসুস্থ অবস্থায় উদ্ধার করা হয়।

অপহৃতের স্ত্রী সিমা চাকমা জানান, শনিবার সকাল সাড়ে ৬টায় আশুলিয়ার বাইপাইল স্ট্যান্ডে একটি সাদা মাইক্রোতে টঙ্গী যাওয়ার কথা বলে নিউটন চাকমাকে তুলে নিয়ে যায় অপহরণকারিরা। পরে তার ব্যবহৃত মোবাইলে অপহরণকারিরা ১ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। মুক্তিপণের টাকা না দিলে তার স্বামীকে মেরে ফেলার হুমকি দেয় অপহরণকারিরা। স্বামীকে অপহরণকারীদের হাত থেকে রক্ষা করতে স্ত্রী সিমা চাকমা পাঁচ হাজার টাকা একটি বিকাশ একাউন্টে প্রেরণ করেন। বাকি টাকার জন্যে সময় নেন।

অপহৃত নিউটন রাঙ্গামাটি জেলার জোড়াছড়ি থানাধীন চুমাচুমি এলাকার অনিল কুমার চাকমার ছেলে। সে গাজীপুর জেলার টঙ্গী থানাধীন একটি পোশাক কারখানায় চাকরি করেন। আশুলিয়ার ডেন্ডাবর পল্লীবিদ্যুৎ এলাকার শরীফুল ইসলামের বাড়িতে স্বামী-স্ত্রী ভাড়াটিয়া হিসেবে বসবাস করতো। তার স্ত্রী সিমা আক্তার ডিইপিজেড পোশাক কারখানার শ্রমিক।

এ ব্যাপারে অপহৃতের স্ত্রী সিমা চাকমা বলেন, প্রতিদিনের ন্যায় তার স্বামী নিউটন চাকমা গাজীপুরের টঙ্গী এলাকায় একটি পোশাক কারখানায় কাজে যোগদানের জন্যে বাসা থেকে রওয়ানা হয়ে সকাল সাড়ে ৬টায় আশুলিয়ার বাইপাইল বাসস্ট্যান্ডে পরিবহণের জন্যে অপেক্ষা করেন। এসময় একটি সাদা মাইক্রো টঙ্গী যাবে বলে যাত্রী ডাকাডাকি করে। তাড়াতাড়ি যাওয়ার জন্যে ওই মাইক্রোতে ওঠেন নিউটন। গাড়িতে ওঠার পর তার হাত, মুখ ও চোখ বেঁধে তাকে অজ্ঞাত স্থানে নিয়ে যান।তার ব্যবহৃত মোবাইল দিয়ে ফোন করে বিকাশে ১ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। অন্যথায় তাকে মেরে ফেলার হুমকি দেয় অপহরণকারিরা।এ ঘটনায় আশুলিয়া থানায় একটি সাধারণ ডাইরি করেন তিনি।এছাড়া একটি বিকাশ নম্বরে পাঁচ হাজার টাকা দিয়ে বাকি টাকার জন্যে সময় নেন।

জানতে চাইলে আশুলিয়া থানার উপ-পরিদর্শক মনিরুজ্জামান মোল্লা বলেন, অপহরণকারীদের মুঠোফোনের কলের তালিকার সূত্র ধরে আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে অপহরণকারীদের অবস্থান শনাক্ত করা হয়।

রোবার বেলা সাড়ে ১১টার দিকে তাকে ময়মনসিংহের হরি শংকর রোডের গাঙ্গিনার পাড়ে একটি খোলা মাঠে অসুস্থ অবস্থায় উদ্ধার করা হয়।এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। তবে তদন্তের স্বার্থে অতিরিক্ত কোন তথ্য প্রদান করা যাচ্ছে না বলেও তিনি জানান।

কেআই/এসএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি