ঢাকা, বুধবার   ২৭ নভেম্বর ২০২৪

আশুলিয়ায় আবারো গ্যাসের সিলিন্ডারের আগুনে স্বামী-স্ত্রী দগ্ধ

সাভার প্রতিনিধিঃ

প্রকাশিত : ১৮:৫৪, ২১ নভেম্বর ২০১৮

ঢাকার উপকন্ঠে আশুলিয়ায় আবারো গ্যাসের সিলিন্ডার বিস্ফোরিত আগুনে স্বামী-স্ত্রী অগ্নিদগ্ধ হয়েছে। গুরুতর অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে ভর্তি করা হয়েছে। বুধবার সকালে আশুলিয়ার জামগড়ার চিত্রশাইল এলাকার কফিল উদ্দিনের মালিকানাধীন একটি বহুতল ভবনের নীচতলায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

দগ্ধরা হলো মোঃ রফিকুল ইসলাম ও তার স্ত্রী লাইজু বেগম। তাদের গ্রামের বাড়ি টাঙ্গাইলের গোপালপুর থানাধীন পাথালীয়া গ্রামে এবং তারা দুজনেই আশুলিয়ার স্টার লিং লিঃ নামের একটি পোশাক কারখানায় চাকুরী করেন।

অগ্নিদগ্ধ লাইজু বেগমের বাবা হৃদয় হোসেন জানান, সকালে প্রতিবেশীদের নিকট থেকে খবরে পেয়ে মেয়ের বাসায় ছুটে আসেন। পরে দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
তিনি আরও জানান, মেয়ে লাইজুর দেহের প্রায় ৮০ শতাংশ ও মেয়ের জামাই রফিকুল ইসলামের ৩০ শতাংশ পুড়ে গেছে বলে চিকিৎসক জানিয়েছেন।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) লোকমান হোসেন জানান, ধারণা করা হচ্ছে গ্যাসের সিলিন্ডার থেকে লিহেজের মাধ্যমে গ্যাস নির্গত হয়ে কক্ষে ছড়িয়ে যায়। এ অবস্থায় সকালে রান্না করতে গিয়ে আগুন জালালে পুরো কক্ষে আগুন ছড়িয়ে পড়ে। এসময় স্বামী-স্ত্রী দু’জনেই দগ্ধ হয়ে যায়।

উল্লেখ্য, গত ২ নভেম্বর সকাল ৭টার দিকে আশুলিয়ার বেড়ন এলাকার মানিকগঞ্জপাড়া কবরস্থান রোডের আব্দুল হামিদের দোতলা ভাড়া বাড়ির নিচতলায় বিস্ফোরিত গ্যাসের আগুনে হাসিনা-আরব আলীসহ পাঁচ জন দগ্ধ হন। এসময় স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় তিন জনের মৃত্যু হয়। সম্প্রতি গ্যাসের লিকেজের কারনে অগ্নিকান্ডের ঘটনায় স্থানীয়দের মাঝে আতঙ্ক দেখা দিয়েছে।

অনেকেই অভিযোগ করে বলেন, বাজারে যেসব গ্যাসের চুলা ও সিলিন্ডার রয়েছে, এদের অধিকাংশই নকল। এসব নকল চুলা ও সিলিন্ডার চিহ্নিত করতে সরকারের সংশ্লিষ্টদের পদক্ষেপ গ্রহনের কোন বিকল্প নেই।

আরকে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি