ঢাকা, বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪

আশুলিয়ায় ট্রাক চাপায় নিহত ২, আহত ৩

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৪৩, ৪ জানুয়ারি ২০১৯

আশুলিয়ায় বালুবাহী একটি ট্রাকের চাপায় রিকশাচালক ও এক পথচারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। তাদের উদ্ধার করে ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়দের সূত্রে জানা গেছে, আজ শুক্রবার সকালে আব্দুল্লাপুর-বাইপাইল মহাসড়কের ইটখোলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
নিহতদের মধ্যে পথচারী মৌসুমি আক্তারের (২২) নাম পাওয়া গেছে। আরেকজনের পরিচয় মেলেনি। এছাড়াও আহতরা হচ্ছে জাহের আলী (৬০), চান্দু বিবি (৬৫) ও ফরহাদ আলী (২৫)।
পুলিশ ও স্থানীয়রা জানায়, শুক্রবার সকালে আশুলিয়া থেকে বালুবাহী একটি ট্রাক বাইপাইলের উদ্দেশে রওনা দেয়। পরে ট্রাকটি বাইপাইল-আব্দুল্লাপুর মহাসড়কের ঘোষবাগের ইটখোলা এলাকায় এসে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ওপর দাঁড়িয়ে থাকা রিকশাচালক ও পথচারীদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই রিকশার চালক নিহত হয়। এছাড়াও গুরুতর আহত অবস্থায় আরও চার জনকে উদ্ধার করে পাশের নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৌসুমি আক্তার নামের এক নারীকে মৃত ঘোষণা করেন। পরে আহত তিন পথচারীর অবস্থার অবনতি হওয়ায় তাদের সেখান থেকে রেফার করে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।
আশুলিয়ার নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্রের কর্তব্যরত চিকিৎসক ডা. এসবে আবু জাফর বলেন, ‘দুর্ঘটনায় আহত চারজনকে তাদের হাসপাতালে নিয়ে আসা হলে এদের মধ্যে একজন পথেই মারা যায়। এছাড়াও অনান্যদের অবস্থার অবনতি হওয়ায় তাদেরকে ঢাকার পঙ্গু হাসপাতালে রেফার করা হয়েছে।’
এ ব্যাপারে আশুলিয়া থানার পরিদর্শক (ওসি তদন্ত) জাবেদ মাসুদ বলেন, ‘নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় ঘাতক ট্রাকটি আটক করতে পারলেও চালক পালিয়ে গেছে। আশুলিয়া থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’
এসএ/

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি