ঢাকা, শনিবার   ২১ সেপ্টেম্বর ২০২৪

আশুলিয়ায় তিন কারখানায় সাধারণ ছুটি, বন্ধ আরও ১৩টি

সাভার-গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত : ১০:০২, ২১ সেপ্টেম্বর ২০২৪

শিল্পাঞ্চল আশুলিয়ার অধিকাংশ পোশাক কারখানায় উৎপাদন চলছে। তবে এখনও বন্ধ রয়েছে ১৬টি কারখানার উৎপাদন। এদের মধ্যে অনির্দিষ্টকালের জন্য শ্রম আইনে বন্ধ রয়েছে ১৩টি, বাকী তিনটি কারখানায় দেয়া হয়েছে সাধারণ ছুটি।

শনিবার সকাল ৮টা থেকে কারখানার শ্রমিকরা কর্মস্থলে যোগ দিয়ে উৎপাদন শুরু করেন। এরপরই বিভিন্ন কারণে তিনটি কারখানায় ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।

এ মাসের শুরু থেকে প্রায় দুই সপ্তাহ ধরে আশুলিয়া শিল্পাঞ্চলে কিছু কারখানায় অস্থিরতা শুরু হয়। তবে গেল সপ্তাহে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করে। শেষ খবর পাওয়া পর্যন্ত কোথাও কোনো বিশৃঙ্খল অবস্থা সৃষ্টি হয়নি। শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে শিল্পাঞ্চলে।

যেকোন ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে মোতায়েন রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। র‌্যাব, পুলিশ ছাড়াও সেনাবাহিনীর সদস্যরা বিভিন্ন কারখানার প্রধান ফটকগুলোর সামনে অবস্থান নিয়ে আছে। 

এদিকে, গাজীপুরে তৈরি পোশাক কারখানাসহ সকল শিল্প কারখানার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। সকাল থেকে কারখানাতে শ্রমিকেরা প্রবেশ করে কাজ করেন। নিরাপত্তায় শিল্প পুলিশ  মোতায়েন রয়েছে । রয়েছে সেনাবাহিনী ও বিজিবির টহল। 

ইন্ডাস্ট্রিয়াল পুলিশের সূত্র মতে, এই শিল্পাঞ্চলে এখন পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক ও শান্ত রয়েছে। সকল কারখানা চালু।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি