ঢাকা, শনিবার   ২৯ জুন ২০২৪

আশুলিয়ায় নিহত সন্দেহভাজন জঙ্গিই ছিলেন নব্য জেএমবি’র আমির

প্রকাশিত : ১৫:২১, ২১ অক্টোবর ২০১৬ | আপডেট: ১৫:২৬, ২১ অক্টোবর ২০১৬

আশুলিয়ায় র‌্যাবের অভিযানের সময় ৫ তলা ভবন থেকে পড়ে নিহত সন্দেহভাজন জঙ্গিই ছিলেন নব্য জেএমবি’র আমির। তার সাংগঠনিক নাম আবু ইব্রাহিম আল হানিফ। আসল নাম সারোয়ার জাহান। র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ সংবাদ ব্রিফিংয়ে এ’সব জানিয়েছেন। তিনি বলেন, আইন শৃঙ্খলা বাহিনীর অব্যাহত অভিযানে নব্য জেএমবি’র সামরিক শক্তি প্রায় শেষ হয়ে গেছে। গত ৮ অক্টোবর রাতে আশুলিয়ার গাজীরচট এলাকার এই ভবনে জঙ্গিবিরোধী অভিযান চালায় র‌্যাব। এ’সময় পালানোর চেষ্টা করলে ভবন থেকে পড়ে নিহত হয় সন্দেহভাজন এই জঙ্গি। এই জঙ্গির আসল পরিচয় জানাতে সকালে সংবাদ ব্রিফিংয়ের আয়োজন করে র‌্যাব। নিহত সারোয়ার জাহানের দুই সহযোগিকে গ্রেপ্তারের তথ্যও জানানো হয়। গত ১৩ এপ্রিল ইরাক-সিরিয়ায় সক্রিয় জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট-আইএস এর নিজস্ব সাময়িকী- দাবিকে আইএস এর কথিত বাংলাদেশ প্রধান শায়খ আবু ইব্ধসঢ়;্রাহিম আল হানিফের সাক্ষাৎকার প্রকাশিত হয়। তথ্য মতে, ওই শায়খ হানিফ আর আশুলিয়ায় নিহত জঙ্গি সারোয়ার জাহান একই ব্যক্তি। সংবাদ ব্রিফিংয়ে জানানো হয়, নব্য জেএমবির ৩শ’ সক্রিয় সদস্যের অনেকেই এখন কারাগারে অথবা জঙ্গিবিরোধী অভিযানে নিহত হয়েছে। বর্তমানে সংগঠনটি ক্ষয়িষ্ণুু পর্যায়ে রয়েছে বলেও জানানো হয় সংবাদ ব্রিফিংয়ে। জঙ্গিরা যাতে আর কখনোই ঘুরে দাঁড়াতে না পারে, সেই চেষ্টা চলছে বলেও জানান র‌্যাব প্রধান।
Ekushey Television Ltd.


Nagad Limted







© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি