ঢাকা, বুধবার   ২৭ নভেম্বর ২০২৪

আশুলিয়ায় বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের অবস্থান কর্মসূচি

সাভার প্রতিনিধিঃ

প্রকাশিত : ১৬:৩৩, ১৫ নভেম্বর ২০১৮

ঢাকার উপকন্ঠ শিল্পাঞ্চল আশুলিয়ায় একটি তৈরি পোশাক কারখানায় বকেয়া বেতন ও ছাটাইয়ের প্রতিবাদে বন্ধ কারখানার সামনে অবস্থান কর্মসূচি পালন করেন শতাধিক শ্রমিক। বৃহস্পতিবার সকাল থেকে গনকবাড়ী এলাকার নাজ নীটওয়্যার লিমিটেড নামের কারখানার সামনে অবস্থান কর্মসূচি পালন করেন।

শ্রমিকরা জানান, মালিকপক্ষ দীর্ঘ দিন ধরেই সঠিক সময়ের মধ্যে শ্রমিকদের বেতন পরিশোধ করতে পারছিল না। অন্যান্য কারখানায় মাসের প্রথম সপ্তাহের মধ্যে বেতন পরিশোধ করা হলেও নাজ নীটওয়্যার কর্তৃপক্ষ মাসের শেষ সপ্তাহে পরিশোধ করেন। এ নিয়ে শ্রমিকরা এর আগে কাজে যোগ দিতে এসে কারখানার অভ্যন্তরে কর্মবিরতি করলে মালিকপক্ষ তাদের নানাভাবে হুমকি প্রদান করে। এরই জেরে কারখানার ৩০১ জন শ্রমিককে শ্রম আইন অনুযায়ী পাওনা পরিশোধ না করেই কর্তৃপক্ষ অবৈধ ভাবে ছাটাই করেছে।

এঘটনায় গত ২১ অক্টোবর কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর এবং মালিকপক্ষের উপস্থিতিতে শ্রমিকদের সব পাওনা পরিশোধের শর্তে সমঝোতা হয়। তবে এর দুই দিন পর ২৩ অক্টোবর কারখানার অভ্যন্তরে ভাংচুর, মারধরসহ ৮ লাখ টাকা লুটপাটের মিথ্যা অভিযোগে আশুলিয়া থানায় কারখানার মেইনট্যানান্স ইনচার্জ শাহিন প্রধান বাদী হয়ে তিন শতাধিক শ্রমিকের নামে একটি মামলা দায়ের করেন ।
সমঝোতা শর্ত অনুযায়ী ১৫ নভেম্বর শ্রমিকদের বকেয়া পাওনাদি পরিশোধের কথা থাকলেও কারখানা তালাবদ্ধ রেখে পালিয়ে যায় মালিকপক্ষ। তারা বেতন নিতে এসে কারখানার প্রধান ফটকে তালা দেখে এর সামনেই অবস্থান করতে থাকে।

এসময় অবস্থানরত শ্রমিকেরা জানান, এক মাসের বকেয়া বেতনসহ ছাটাইকৃত ৩’শ শ্রমিকের শ্রম আইন অনুযায়ী পাওনাদি পরিশোধসহ মামলা প্রত্যাহারের দাবি জানান। তাদের দাবী যতক্ষণ পর্যন্ত কর্তৃপক্ষ পূরন না করবে ততক্ষন পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন। শান্তিপূর্নভাবে কারখানা কর্তৃপক্ষ তাদের দাবি পূরণ না করলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলে হুশিয়ারি দেন বাংলাদেশ পোশাক শ্রমিক ট্রেড ইউনিয়ন ফেডারেশনের সভাপতি তুহিন চৌধুরী।

এবিষয়ে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের ঢাকা জেলা কার্যালয়ের সহকারী মহাপরিদর্শক (সাধারণ) এস এম জিসান এবং মালিকপক্ষের সাথে যোগাযোগ করলেও তাদের পাওয়া যায়নি। কারখানাটির নিরাপত্তায় অতিরিক্ত শিল্প পুলিশ মোতায়েন করা হয়েছে বলে শিল্প পুলিশ -১ এর সানা সামিউর রহমান শামীম নিশ্চিত করেন।

আরকে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি