ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

আশুলিয়ায় বিরল প্রজাতির গন্ধগকুল উদ্ধার

প্রকাশিত : ১১:৩৯, ১৫ ফেব্রুয়ারি ২০১৯ | আপডেট: ১১:৪২, ১৫ ফেব্রুয়ারি ২০১৯

Ekushey Television Ltd.

ঢাকার উপকণ্ঠ আশুলিয়ায় বিরল প্রজাতির একটি গন্ধগকুল উদ্ধার করেছে ঢাকার বন্যপ্রাণী অপরাধ নিয়ন্ত্রণ ইউনিটের একটি দল। বৃহস্পতিবার সন্ধ্যায় আশুলিয়ার জামগড়া এলাকা থেকে প্রাণীটিকে উদ্ধার করা হয়।

বন্যপ্রাণী অপরাধ নিয়ন্ত্রণ ইউনিট সূত্র জানায়, বৃহস্পতিবার বিকালে আশুলিয়ার জামগড়া এলাকায় গন্ধগকুলকে দেখতে পায় একদল যুবক। পরে গন্ধগকুল আটকে পিছু নেয় তারা। প্রায় কয়েক ঘণ্টা চেষ্টার পর বিরল প্রজাতির প্রাণীটিকে ধরতে সক্ষম হন তারা।

বন্যপ্রাণী অপরাধ নিয়ন্ত্রণ ইউনিটের পরিদর্শক অসীম মল্লিক জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে গন্ধগকুলটি উদ্ধার করেছি। এই প্রজাতির প্রাণী সচরাচার চোখে পরে না।

বন্যপ্রাণী অপরাধ নিয়ন্ত্রণ ইউনিটের পরিচালক মিহির কুমার দো’র তত্বাবধানে গন্ধগকুলটিকে গাজীপুরের ন্যাশনাল পার্কে অবমুক্ত করা হবে বলে জানান তিনি।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি