ঢাকা, শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪

আশুলিয়ায় ভবন ধ্বসে শিশুর মৃত্যু

প্রকাশিত : ১৮:৫৪, ৩ জুলাই ২০১৯ | আপডেট: ১৮:৫৭, ৩ জুলাই ২০১৯

রাজধানী ঢাকার অদূরে শিল্পাঞ্চল আশুলিয়ায় ব্যক্তি মালিখানাধীন একটি ভবনের গ্যাসলাইন বিষ্ফোরণে দেড় বছরের একটি শিশু নিহত হয়েছে। এতো আহত হয়েছে আরও ৪ জন আহত হয়েছে। আহতদেরকে উদ্ধার করে রাজধানী ঢাকার পঙ্গু হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার সকালে কাঠগড়া উত্তরপাড়া এলাকায় আকবর হোসেনের মালিকানাধীন একতলা একটি ভবনে এই দূর্ঘটনা ঘটে।  এঘটনায় ভবনের নিচে চাপা পড়ে দেড় বছরের এক শিশু নিহত হয়েছে। নিহত শিশু তাহসিন হাসান মাগুড়া জেলার মোহাম্মদপুর এলাকার নাজমুল হাসানের ছেলে। আশুলিয়ার কাঠগড়া এলাকায় ওই বাড়িতে তার বাবা-মা ভাড়া থাকে।

এ বিষয়ে ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম জানান, সকালে কাঠগড়া এলাকায় একটি এক তলা ভবন ধ্বসের সংবাদ শুনে ঘটনাস্থলে এসে তাহসিন নামের এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ভবনের মালিক আকবর হোসেনের মেয়ে মৌসুমি,মিম, আবুল কালাম ও দিপু নামে মোট ৪ জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

ফায়ার সার্ভিসের জোন কমান্ডার আনোয়ারুল হক জানান, গ্যাস লাইন থেকে বিস্ফোরণের কারণে ভবনটি ধ্বসে পড়েছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। তবে তদন্ত করে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে বলেও জানান তিনি।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিজাউল হক দিপু বলেনধারণা করা হচ্ছে গ্যাস লাইনের চুলার লিকেজের গ্যাস কক্ষে ছড়িয়ে পড়লে সকালে রান্নার জন্য আগুন জালালে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তিনি আরো জানান দুর্বল অবকাঠামোর কারণে বিল্ডিংটি ধ্বসে পড়েছে। তবে ঘটনা তদন্তে বিশেষজ্ঞ প্রকৌশলী দল আসছে।

 

টিআর/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি