আশুলিয়ায় ২ নারী খুন
প্রকাশিত : ২০:৩৩, ৭ জুন ২০১৯
রাজধানী ঢাকার উপকন্ঠ শিল্পাঞ্চল আশুলিয়ায় পৃথক স্থানে দুই গৃহবধুর লাশ উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে তারা নিজ নিজ স্বামীর হাতেই খুনের শিকার হয়েছেন। নিহত দু’জনের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
জানা যায়, বৃহস্পতিবার রাতে নবীনগর স্মৃতিসৌধের পেছনে কুরগাঁও এলাকার ইস্রাফিলের ভাড়া বাড়ীতে মুখে কাপড়গুজে মাথা থেতলে অজ্ঞাত পরিচয়ের এন নারীর মৃতদেহ পাওয়া যায়। মৃতদেহের গায়ে শাড়ী পেচানো ছিল। নিহত গৃহবধুর (৩৭) গ্রামের বাড়ী বৃহত্তর বরিশালে বলে জানান স্থানীয়রা। ঈদের একদিন পূর্বে ওই বাড়ী তিনি স্বামীসহ ভাড়া নেন।
একই দিনে কাঠগড়া এলাকার আব্দুল হক মোল্লার ভাড়া বাড়ী থেকে মাথা ও মুখ থেতলানো ববিতা রানী বর্মন (৩৫) নামের এক পোশাক শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে। নিহত ববিতা তিন সন্তানের জননী ও নেত্রকোনা জেলার সদর থানার ঠাকুরকোণা গ্রামের সুজন বর্মনের স্ত্রী। স্বামী ও সন্তানদের নিয়ে আশুলিয়ার কাঠগড়া এলাকার একটি বাড়িতে ভাড়া থাকতেন। গত দুই দিন পূর্বে স্বামীর সঙ্গে তার ঝগড়া হয় এবং বিভিন্ন সময় তাদের মধ্যে দ্বন্দ্ব লেগেই থাকত বলে স্থানীয় সূত্রে জানা যায়। বৃহস্পতিবার সন্ধ্যায় ঘরের মেঝেতে ববিতার রক্তাক্ত মৃতদেহ দেখে প্রতিবেশীরা পুলিশকে খবর দিলে মৃতদেহ উদ্ধার করে পুলিশ। ঘাতক স্বামী ও তিন সন্তানকে পাওয়া যায়নি।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (অপারেশন) জিয়াউল ইসলাম বলেন, ঈদুল ফিতরের পরের দিন স্থানীয়দের নিকট থেকে সংবাদ পেয়ে পৃথক স্থান থেকে দুই নারীর মৃতদেহ উদ্ধার করে ময়ানাতদন্তের জন্য ঢাকায় প্রেরণ করি। এ ঘটনায় থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হলেও ঘটনার সাথে জড়িত কাউকে আটক করা যায়নি।
এমএস/আরকে
আরও পড়ুন