ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

আসছে তৌসিফ-তিশার ‘পেইন’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৩৪, ১৭ অক্টোবর ২০১৭

সৌরভ কিছুটা ঘুম কাতুরে। সকাল সকাল ঘুম থেকে ওঠা তার জন্য একটি কঠিন সমস্যা। বিশ্ববিদ্যালয়ের ফাইনাল পরীক্ষা শেষ হওয়ার পর এ সমস্যা আরো প্রকট হয়ে উঠে। এদিকে নিশির সকালে ক্লাস থাকে। ক্লাসে যাওয়ার আগে সে সৌরভের সঙ্গে দেখা করতে চায় এবং যথারীতি ঘুমের কারণে সৌরভ ডেটিংএ দেরি করে আসে।

সৌরভ স্যরি বলতে বলতে মুখে ফেনা তুললেও নিশিকে শান্ত করা সম্ভব হয় না। ছেলেদের সম্পর্কে নিশির পূর্ব থেকে একটি ধারনা আছে- ছেলেরা একটু সুযোগ পেলেই বেড়া ডিঙ্গিয়ে ঘাস খায়; এজন্য তাদের কখনো লাই দিতে নেই। তাই সৌরভকে অকারণে ডেকে পাঠায়, মেয়েদের হোস্টেলের সামনে দাঁড় করিয়ে রাখে, অপরিচিত মেয়ের প্রসঙ্গ টেনে ঝগড়া বাঁধায়, সৌরভকে হয়রানির মধ্যে ফেলে সে আনন্দ পায়।

প্রতিনিয়ত পেইন সহ্য করতে করতে সৌরভ অতিষ্ঠ হয়ে উঠে। একসময় হাল ছেড়ে দেয়। পেইনের মাঝেই সৌরভের জীবনে হাজির হয় অন্য কোন নারী। সেকি নতুন না অতীত আবারও ফিরতে চাই তার জীবনে। এমনই গল্প নিয়ে নির্মিত হয়েছে নাটক ‘পেইন’।

নাটকটিতে দুই কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন ছোটপর্দার প্রিয়মুখ তৌসিফ মাহবুব ও তানজিন তিশা।

রাসেল এ এম এর রচনায় ‘পেইন’ নাটকটির শুটিং ঢাকার উত্তরা, কাওলা, হাতিরঝিল, সাতারকুল, রামপুরা সহ বিভিন্ন লোকেশনে হয়েছে বলে জানিয়েছেন পরিচালক।

নাটকটি প্রসঙ্গে তৌসিফ বলেন, ‘নাটকটি বর্তমান সময়ের প্রেমিক প্রেমিকাদের কেন্দ্র করে নির্মান করা হয়েছে। ভালোবাসার মানুষটিকে কখনও কষ্ট দিতে হয় না, বিশ্বাসের সঙ্গে তাকে ভালোবাসতে হয়। আশাকরি, নাটকটি দর্শকদের কাছে জনপ্রিয়তা পাবে।’

এছাড়া অভিনেত্রী তানজিন তিশা বলেছেন, ‘নাটকে হঠাৎ একটি নারী চরিত্রের আর্বিভাব হয়। যা নিশির জীবনটাকে প্রায় এলোমেলো করে দিয়ে ছিলো। নাটকটির গল্প শিক্ষামূলক। আশা করি, দর্শকরা ভালো কিছু বার্তা পাবেন।’

পরিচালক এল আর সোহেল বলেন, ‘নাটকটি বর্তমানের সাথে তাল মিলিয়ে লেখা অসাধারন একটি গল্প। আমি সর্বদা ভিন্ন গল্প নিয়ে কাজ করি। চেষ্টা করেছি গল্পটির ভালো ভাবে ফুটিয়ে তোলার। সকলে সহযোগিতায় কাজটি করতে পেরেছি।’

 

এসএ/এআর


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি