ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪

আসছে পহেলা বৈশাখ, সিরাজগঞ্জে দিন-রাত কাজ করছে হাজার-হাজার তাঁতীরা

প্রকাশিত : ০৯:৩২, ৩ এপ্রিল ২০১৬ | আপডেট: ০৯:৩২, ৩ এপ্রিল ২০১৬

বাঙালীর আদি আবাহনে মাততে আসছে পহেলা বৈশাখ। এ উৎসবকে ঘিরে ব্যাপক চাহিদা থাকায় বাঙালীর ঐতিহ্যের প্রতীক সম্বলিত নকশায় বাহারী শাড়ি তৈরীতে দিন-রাত কাজ করছে সিরাজগঞ্জের হাজার-হাজার তাঁতী। তাদের আশা, এবার রপ্তানী হবে শত কোটি টাকার শাড়ি। বৈশাখী শাড়ি বুনতে সিরাজগঞ্জের তাঁতীপাড়ায় এখন যতো ব্যস্ততা। মাস খানেক আগে থেকেই কাজে লেগে গেছেন বেলকুচি, শাহজাদপুর, এনায়েতপুর ও সয়দাবাদের তাঁত ও প্রিন্টিং কারখানার শত শত কারিগর। ঢাক, ঢোল, কুলা, ঘুড়িসহ বাঙালীর ঐতিহ্যের প্রতীক সম্বলিত নকশায় বৈশাখী শাড়ী হচ্ছে আরো রঙ্গীন। সিরাজগঞ্জের তৈরী করা বৈশাখী শাড়ী দামে কম। এছাড়া, বাহারী ডিজাইন ও উন্নত সুতায় তৈরীর কারনে ঢাকা, চট্টগ্রামসহ দেশের বিভিন্নস্থানে রয়েছে ব্যাপক চাহিদা। এসবে তুলনামুলক লাভ বেশি হওয়ায় বিভিন্নস্থান থেকে আসা ব্যাপারীরা ভিড় করছেন তাঁতীদের বাড়িতে-বাড়িতে। সুতি, ভাল মান এবং স্বল্প মুল্যের কারনে শত কোটি টাকার শাড়ী রপ্তানির আশায় তাঁতীরা। বৈশাখকে ঘিরে চাহিদা বেড়ে যাওয়ায় শাড়ীর পাশাপাশি পাঞ্জাবিসহ অন্যান্য পোশাক তৈরীতেও সিরাজগঞ্জের তাঁতীদের মধ্যে বেড়েছে উৎসাহ আমেজ। ২শ টাকা থেকে শুরু করে ২ হাজার টাকা মূল্যের এসব শাড়ী এরিমধ্যেই দেশের বিভিন্ন স্থানে অর্ডার নেয়া শুরু হয়ে গেছে।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি