ঢাকা, রবিবার   ০৫ জানুয়ারি ২০২৫

আসছে ৫ জি!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:০১, ৫ জুলাই ২০১৭ | আপডেট: ১০:২৬, ৭ জুলাই ২০১৭

অনেকদেশে এখনও ৪জির কার্যক্রম শুরু হতে না হতেই ৫ জি প্রযুক্তি নিয়ে পরীক্ষা শুরু করছে চীন। দেশটির প্রধান তিন মোবাইল অপারেটর কয়েকটি শহরে বছরের দ্বিতীয়ার্ধে ৫ জি নিয়ে পরীক্ষা চালাবে।

পরীক্ষামূলক ওই প্রকল্পটি চীনের বেইজিং, সাংহাই, গুয়াংজু, চংকিং, সুজো ও নিংবোতে পরিচালিত হবে। চায়না মোবাইল, চায়না ইউনিকম ও চায়না টেলিকমের সূত্র উদ্ধৃত করে এ খবর দিয়েছে সিনহুয়া। ৫ জি নিয়ে পরীক্ষা চালাতে বেজ স্টেশন নির্মাণ, স্বয়ংক্রিয় গাড়ি, স্মার্ট সিটি, স্মার্ট হোমের মতো অ্যাপ্লিকেশন তৈরি করা হবে। পরবর্তী ধাপে আরও ১০টি শহরে ৫ জি পরীক্ষা বর্ধিত করা হবে। এ পদক্ষেপ নেওয়ার ফলে বৈশ্বিক ৫ জির মান নির্ধারণে শীর্ষস্থানীয় ভূমিকা রাখবে চীন।

চীন ছাড়াও ২০২০ সালের মধ্যে বাণিজ্যিকভাবে ৫ জি চালুর লক্ষ্য নির্ধারণ করেছে জাপান, দক্ষিণ কোরিয়া ও যুক্তরাজ্য। তবে ওই সময় নির্ধারণকে বিশেষজ্ঞরা ‘উচ্চাকাঙ্ক্ষী’ বলছেন।

পাকিস্তানের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী আনুশা রহমান বলেছেন, উপমহাদেশের মধ্যে প্রথম ৫জি নিয়ে পরীক্ষা চালাবে পাকিস্তান।

তবে এখনও ৫ জির মান নির্ধারণ করতে পারেননি বিশেষজ্ঞরা। তবে এটি নিশ্চয় ইন্টারনেটের দৃশ্যপট বদলে দেবে। বিশাল তথ্য কয়েক সেকেন্ডের মধ্যেই ডাউনলোড করা যাবে। বর্তমানে এলটিই প্রযুক্তিতে ডেটা স্থানান্তরের গতির চেয়ে ৫ জির গতি বেশি হবে। এখন পর্যন্ত ৫ জির প্রোটোটাইপ নিয়ে চীন যে পরীক্ষা চালিয়েছে, তাতে ৩ দশমিক ৫ জিবিপিএস পর্যন্ত গতি পাওয়া গেছে।

‘জি’ অর্থ জেনারেশন বা প্রজন্মকে বোঝায়। প্রতিটি জি বা প্রজন্ম যখন চালু করতে হয়, তখন প্রযুক্তিবিশ্বকে কতগুলো বিষয়ে একমত হতে হয়। জাতিসংঘের ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশনস ইউনিয়ন (আইটিইউ) সংস্থাটির দায়িত্ব হচ্ছে, এ নেটওয়ার্কের মান ঠিক করা।

দ্রুতগতিতে চলার সময়েও ৫ জি ভালো কাজ করবে। গত যদি ঘণ্টায় ৫০০ কিলোমিটার পর্যন্ত হয়, তবুও ৫ জি দুর্দান্ত কাজ করবে। বর্তমানে গাড়ি যদি দ্রুত চলে, তখন মোবাইল দ্রুত টাওয়ার পরিবর্তন করে। দ্রুত চলার সময় মোবাইল নেটওয়ার্ক ঠিকমতো কাজ করে না। ৫ জিতে এ সমস্যা থাকবে না।

ডব্লিউএন

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি