আসন বণ্টন নিয়ে দু’একদিনের মধ্যে সমঝোতা: কাদের
প্রকাশিত : ১৪:৫৩, ৫ ডিসেম্বর ২০২৩ | আপডেট: ১৪:৫৭, ৫ ডিসেম্বর ২০২৩
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, দেশ বিরোধী ষড়যন্ত্র মোকাবিলায় ১৪ দল শেখ হাসিনার নেতৃত্বে একসঙ্গে লড়বে। আর আসন্ন নির্বাচনে আসন ভাগাভাগি নিয়ে ১৪ দলের সাথে দু’একদিনের মধ্যে আওয়ামী লীগের সাথে সমঝোতা হবে বলে জানান তিনি।
মঙ্গলবার দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে একথা বলেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, চৌদ্দ দলের সাথে আলোচনা অত্যন্ত ফলপ্রসূ হয়েছে। নির্বাচন কেন্দ্রীক ১৪ দলের দাবি আওয়ামী লীগ জনপ্রিয়দের মূল্যায়ন করবে।
তিনি বলেন, ১৪ দলের সঙ্গে আসন ভাগাভাগির চেয়ে রাজনৈতিক আলোচনা গুরুত্ব পেয়েছে। দেশ-বিদেশে যে ষড়যন্ত্র হচ্ছে, তা মোকাবিলায় ১৪ দল ঐক্যবদ্ধভাবে লড়বে। ১৪ দলীয় জোটের যে ঐক্য, সেই ঐক্যকে সুদৃঢ় করে লড়াই করে যাবো আমরা।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বাস্তবতার আলোকে দুটি বিষয় মিলেই আমরা সিদ্ধান্ত নেবো। তাদের কিছু হয়তো নৌকা প্রতীকে নির্বাচন করবেন, কিন্তু তাদের অন্যান্য প্রার্থীরা তাদের নিজেদের মার্কায় অনেকেই নির্বাচন করবেন।
নির্বাচন প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ একতরফা নির্বাচন করছে না বরং বিএনপি নির্বাচনে একতরফা বাধা দিচ্ছে। তাদের সব কিছুর জবাব নির্বাচনে সর্বোচ্চ ভোটার উপস্থিতির মাধ্যমেই দেয়া হবে।
দেশের গণতন্ত্রের পথ মসৃণ নয়, সাম্প্রদায়িক অপশক্তি বিএনপি গণতন্ত্রকে এখনও সমর্থন করেনা বলেই তারা দেশ বিরোধী ষড়যন্ত্র করে বলেও জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।
এসময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, মির্জা আজম, সুজিত রায় নন্দী, দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল প্রমুখ।
এএইচ
আরও পড়ুন