আসলাম চৌধুরীর রিমান্ড শুনানি আগামীকাল
প্রকাশিত : ১৫:০৩, ৩০ মে ২০১৬ | আপডেট: ১৫:০৩, ৩০ মে ২০১৬
রাষ্ট্রদ্রোহের অভিযোগে দায়ের করা মামলায় যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীর রিমান্ড শুনানি আগামীকাল মঙ্গলবার অনুষ্ঠিত হবে। সেই সাথে নাশকতার ২ মামলায় রিমান্ড শুনানি ৬ জুন নির্ধারণ করেছেন আদলাত।
নতুন মামলায় রিমান্ড নেওয়ার ক্ষেত্রে হাইকোর্টের আদেশ থাকায় আজ শুনানি শেষে ৩টি মামলায়ই পৃথক আদালত নতুন তারিখ ধার্য করেন। শুনানি শেষে তাকে কারাগারে পাঠানের নির্দেশ দেন আদালত। গুলশান থানায় রাষ্ট্রদ্রোহ মামলায় মহানগর হাকিম মারুফ হোসেন, লালবাগ থানার নাশকতার মামলায় মহানগর হাকিম মাজহারুল ইসলাম ও মতিঝিল থানায় নাশকতার মামলায় হাকিম গোলাম নবীর আদালতে রিমান্ড শুনানি অনুষ্ঠিত হয়। এর আগে সকালে ঢাকা মহানগর হাকিম সাব্বির ইয়াসির আহসান চৌধুরীর আদালত আসলামকে গুলশান থানায় দায়ের করা রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন।
আরও পড়ুন