ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

আসেনসিওর নৈপুণ্যে হার এড়াল রিয়াল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:২৭, ২৮ আগস্ট ২০১৭

দ্বিতীয় ম্যাচে এসেই হোঁচট খেলো লা লিগার বর্তমান চ্যাম্পিয়ন জিদানের শিষ্যরাশেষ সময়ে নতুন তারকা মার্কো আসেনসিওর গোলে নিজেদের মাঠে ভ্যালেন্সিয়ার সঙ্গে - গোলে ড্র করে পয়েন্ট হারিয়েছে রিয়াল মাদ্রিদ

নিজেদের মাঠে অবশ্য শুরুটা ভালোভাবেই করেছিল গতবারের চ্যাম্পিয়নরা। ১০ মিনিটের মাথায় গোল করে দলকে এগিয়ে দিয়েছিলেন অ্যাসেনসিও। তবে খুব বেশিক্ষণ অবশ্য এই লিড ধরে রাখতে পারেনি তারা। ১৮ মিনিটের মাথায় গোল করে ম্যাচে সমতা ফিরিয়েছিলেন ভ্যালেন্সিয়ার তরুণ মিডফিল্ডার কার্লোস সোলের। প্রথমার্ধটাও শেষ হয়েছিল এই ১-১ সমতা দিয়ে।

দ্বিতীয়ার্ধে দারুণ গোল করেন লা লিগায় অভিষেক হওয়া জিওফ্রে কোনদোবিয়া। ৭৭ মিনিটের মাথায় তিনি রিয়ালের জালে বল জড়িয়ে দেন। এ সময় হয়তো হারের আশঙ্কাই চেপে বসেছিল রিয়াল সমর্থকদের মনে। তবে শেষপর্যায়ে ৮৩ মিনিটে দলকে উদ্ধার করেছেন অ্যাসেনসিও। তিনি করেছেন সমতাসূচক গোলটি। ফলে হোঁচট খেলেও অন্তত একটি পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে পেরেছে রিয়াল।

দুই ম্যাচ শেষে চার পয়েন্ট নিয়ে রিয়াল এখন নেমে গেছে পয়েন্ট তালিকার পঞ্চম স্থানে। সমানসংখ্যক পয়েন্ট নিয়ে তাদের ঠিক ওপরেই আছে আতলেতিকো মাদ্রিদ। আর দুই ম্যাচের দুটিতেই জয় দিয়ে প্রথম তিনটি স্থানের দখল নিয়েছে রিয়াল সোসিয়েদাদ, বার্সেলোনা ও লেগানেস।

 

//আর//এআর


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি