ঢাকা, শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪

আস্তে আস্তে পুঁজিবাজারের গুরুত্ব বাড়বে: পরিকল্পনামন্ত্রী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৫৬, ৪ জুন ২০২৩

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, ‘আমরা অর্থনীতির উন্নয়নের পথে রয়েছি। এখনো পুঁজিবাজারকে হয়তো তেমন গুরুত্ব দেওয়া হয় না। কিন্তু আস্তে আস্তে এর গুরুত্ব বাড়বে।’

আজ রোববার ক্যাপিটাল মার্কেট জার্নালিস্টস ফোরাম (সিএমজেএফ) ও বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (বিএমবিএ) যৌথ উদ্যোগে সিএসজেএফ অডিটোরিয়ামে বাজেট পরবর্তী আলোচনা সভায় মন্ত্রী এসব কথা বলেন।

‘আগামী বাজেটে পুঁজিবাজার কিছুই পায়নি, এ কথা আসলে সঠিক নয়’ উল্লেখ করে এম এ মান্নান বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে দ্বৈত কর প্রত্যাহার, তালিকাভুক্ত ও অ-তালিকাভুক্ত কোম্পানির করপোরেট কর হারের ব্যবধান বাড়ানো এবং সব ধরনের বন্ড মার্কেটকে সম্পূর্ণ করমুক্ত করার বিষয়গুলো বাজেটে বিবেচনা করার জন্য জানাব।’

এতে আরও বক্তব্য দেন বিএমবিএ প্রেসিডেন্ট ছায়েদুর রহমান, ডিবিএ সভাপতি রিচার্ড ডি রোজারিও, ডিএসই চেয়ারম্যান ড. হাফিজ মো. হাসান বাবু প্রমুখ।

সিএমজেএফের সাধারণ সম্পাদক আবু আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি জিয়াউর রহমান।

এমএম//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি