ঢাকা, শুক্রবার   ১৫ নভেম্বর ২০২৪

আড়াই কোটি টাকার রিয়াল-দিরহামসহ দুবাইগামী যাত্রী আটক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:১০, ১৯ সেপ্টেম্বর ২০২৪

শাহ আমানত আর্ন্তজাতিক বিমান বন্দরে আড়াই কোটি টাকার রিয়াল, দিরহামসহ দুবাইগামী যাত্রীকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল ৮টায় জাকির হোসেন নামের ওই যাত্রীকে দুবাইগামী ইউএস বাংলা বিমানের  ভেতর থেকে আটক করে শুল্ক গোয়েন্দা ও এনএসআই টিম। 

আটক ওই ব্যক্তির বাড়ি লক্ষ্মীপুরের রামগঞ্জে। ঢাকার বংশালে তার বর্তমান ঠিকানা বলে জানিয়েছে শুল্ক কর্মকর্তারা।
 
চট্টগ্রাম বিমানবন্দরের কর্মকর্তারা জানান, সকাল সাড়ে ৭টায় ইউএস এয়ারলাইন্সের দুবাইগামী ফ্লাইটটি ঢাকা থেকে চট্টগ্রাম আসে এবং চট্টগ্রাম থেকে দুবাইয়ের উদ্দেশ্যে রওনা করার কথা ছিল। এরমধ্যে গোপন সংবাদের ভিত্তিত্বে বিমানবন্দরের শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা বিমানটিতে তল্লাশী চালায় এবং বিমান যাত্রী জাকির হোসেনের কাছ থেকে ৭ লাখ ৭০ হাজার সৌদি রিয়াল, ৪৬ হাজার ইউএই দিরহাম পাওয়া যায়।

যার বাজার মূল্য বাংলাদেশী মুদ্রায় ২ কোটি ৪৪ লাখ ৮০ হাজার টাকা। আটক ব্যক্তি আর্ন্তজাতিক মুদ্রা চোরাচালানী দলের সদস্য বলে জানিয়েছে শুল্ক কর্মকর্তা জানিয়েছে। 

বৈদেশিক মুদ্রাসহ আটক হওয়ায় ওই যাত্রীর বিরুদ্ধে মানি লন্ডারিং আইনে মামলা করেছে শুল্ক কর্মকর্তারা।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি