ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

আয়কর সপ্তাহে উৎসাহের সঙ্গে করদাতাদের রিটার্ন জমা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:১৮, ২৮ নভেম্বর ২০১৭

ঢাকার ১৭টি কর অঞ্চল এবং চট্টগ্রাম, গাজীপুর, বগুড়া, ময়মনসিংহ, রংপুর, রাজশাহী, খুলনা, সিলেট ও বরিশালসহ মোট ৩১টি কর অঞ্চলে উদযাপিত হচ্ছে সপ্তাহব্যাপী আয়কর সপ্তাহ। ২৪ নভেম্বর শুরু হওয়া এ আয়োজন চলবে আগামী ৩০ নভেম্বর পর্যন্ত। শেষ দিনটি পালিত হবে আয়কর দিবস হিসেবে। করদাতারা উৎসাহের সঙ্গে রিটার্ন জমা দিচ্ছেন এই আয়কর সপ্তাহে।

এনবিআর ১-৭ নভেম্বর আয়কর মেলার আয়োজন করে। এর পর ১২-২৩ নভেম্বর পালিত হয় বিকেন্দ্রীকরণ আয়কর মেলা। একই লক্ষ্যে এখন পালিত হচ্ছে আয়কর সপ্তাহ। সব ক্ষেত্রেই করদাতাদের উৎসাহের সঙ্গে রিটার্ন জমা দিতে দেখা গেছে।

এনবিআর সূত্রে জানা গেছে, ১৯ লাখ করদাতা তাদের রিটার্ন দাখিল করবেন, এমন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে।

২৪ নভেম্বর আয়কর সপ্তাহের উদ্ধোধন করা হয়েছিল রাজধানীর সেগুনবাগিচায় কচি কাঁচার মেলা প্রাঙ্গনে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোজাম্মেল হক খান এ মেলা উদ্ধোধন করেন। কর অঞ্চল- ৪ এর কর্তৃক আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনবিআর চেয়ারম্যান মো. নজিবুর রহমান।

কর দিতে আসা আবুল হাসনাত ( ৫০) একুশে টিভি অনলাইনকে জানান, আমরা এখন আয়কর দিতে উৎসাহ বোধ করি। এটি সম্মানের বিষয়। এর সঙ্গে দেশপ্রেম জড়িত।

নাম প্রকাশে অনিচ্ছুক এক নারী এ প্রতিবেদককে বলেন, অনলাইনে কর দিতে পারার ব্যবস্থা থাকা উচিত। আজকের পৃথিবীতে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে চলতে হবে। ঘরে বসে আমরা আমাদের কর দিতে চাই।

মোয়াজ্জেম হোসেন নামের একজন অভিযোগ করেন, কর সংক্রান্ত বিষয়গুলো এখনো অনেকের কাছে জটিল। সাধারণ মানুষ অনেক গাণিতিক হিসাব বুঝে না। এ ব্যাপারে উদ্যোগ নেওয়া উচিত। এব্যাপারে গণমাধ্যম ভূমিকা রাখতে পারে।

এনবিআর সদস্য আব্দুর রাজ্জাক বলেন, এবার দ্বিতীয় বারের মতো এ আয়োজন। সময়ের সঙ্গে ধীরে ধীরে আমরা এসব সমস্যা কাটিয়ে উঠব। কর প্রদানের ব্যাপারে যেহেতু মানুষ উৎসাহী, তাই মানুষের কথা চিন্তা করে এ খাতে ব্যাপক প্রযুক্তিবান্ধব করা হবে।

 

এসএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি