আয়ারল্যান্ডকে ২৯ রানে হারিয়েছে আফগানরা
প্রকাশিত : ২২:২৭, ২৮ আগস্ট ২০১৮
আয়ারল্যান্ডকে ২৯ রানে পরাজিত করে শুভ সূচনা করেছে টিম আফগানিস্তান। তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে জিতে এরইমধ্যে ১-০তে এগিয়ে গেছে কাবুলিওয়ালারা।
টসে জিতে রশিদ খানদের ব্যাটিংয়ে পাঠায় আয়ারল্যান্ড। ব্যাট করতে নেমে শুরুতেই হোঁচট খান মোহাম্মদ নবীরা। ২৫ রান তুলতেই দুই উইকেট হারিয়ে বেকায়দায় পড়ে যায় স্বাগতিকরা।
তবে গুলবাদিন নায়েব এসে দলের হাল ধরেন। নায়েব ৯৮ বলে ৬৪ করে ফিরে গেলেও আরেক ব্যাটসম্যান রহমত শাহ ছিলেন মারমুখো। ২৯ বলে ২৯ করেন রহমত। এরপর ৫৪ রান করে দলের সংগ্রহ বাড়িয়ে দেন হাশমতউল্লাহ শাহীদি। শেষ পর্যন্ত আফগানিস্তান ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২২৭ রান তোলে। আয়রল্যান্ডের পক্ষে নায়েব ৩১ রানে ৪ উইকেট নেন।
এদিকে ব্যাটিংয়ে নেমে আয়ারল্যান্ডও সুবিধা করতে পারেনি। অ্যান্ডে বালবারাইন ছাড়া আর কেউ বড় অঙ্কের রান সংগ্রহ করতে পারেননি। বালবারাইন ৫৫ রান করেন। গ্যারি উইলসন করেন ৩৮ রান। কেভিনও ব্রায়েন করেন ২২ রান। এ ছাড়া আর কোনো ব্যাটসম্যানই ২০ এর বেশি রান তুলতে পারেনি। ফলে আরও ৯ বল বাকি থাকতেই সবকটি উইকেট হারিয়ে মাত্র ১৯৮ রানে গুটিয়ে যায় আইরিশরা। এতে স্বাগতিকেরা ২৯ রানে জয়ী হয়।
উল্লেখ্য, আয়ারল্যান্ড-আফগানিস্তানের মধ্যে সম্প্রতি কঠিন লড়াই লক্ষ করা যাচ্ছে। গত বছরে আফগানিস্তানকে ২-১ ব্যবধানে পরাজিত করে আয়ারল্যান্ড।
এমজে/