ঢাকা, রবিবার   ২৬ জানুয়ারি ২০২৫

আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

প্রকাশিত : ১২:২৭, ৯ মে ২০১৯

ত্রিদেশীয় সিরিজে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয় দিয়ে আসর শুরু করায় আত্মবিশ্বাসী টাইগাররা। আসরে আজ বৃহস্পতিবার বিকেলে নিজেদের দ্বিতীয় ম্যাচে স্বাগতিক আয়ারল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ।

আজকের ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষের একাদশ নিয়েই আয়ারল্যান্ডের বিপক্ষে নামতে পারেন দলপতি মাশরাফি বিন মর্তুজা। কারণ আগের ম্যাচে বোলিং-ব্যাটিং দুটিতেই ভালো করেছে মাশরাফি বাহিনী। তাই ফাইনালে উঠার লড়াইয়ে আপাতত ঝুঁকি নিতে চাইবে না তারা।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ: সৌম্য সরকার, তামিম ইকবাল, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মোহম্মাদ মিথুন, মাহমুদুল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, মেহেদি হাসান মিরাজ, মোহাম্মদ সাইফ উদ্দিন (রুবেল হোসেন), মাশরাফি ব্নি মর্তুজা এবং মুস্তাফিজুর রহমান (তাসকিন আহমেদ)।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি