ই-জিপি`র চুক্তি নবায়ন করলো ফার্স্ট সিকিউরিটি ব্যাংক
প্রকাশিত : ১৭:২২, ১৫ অক্টোবর ২০১৯
বাংলাদেশ সরকারের পরিকল্পনা মন্ত্রণালয়ের সেন্ট্রাল প্রকিউরমেন্ট টেকনিক্যাল ইউনিট(সিপিটিইউ) কর্তৃক পরিচলিত জাতীয় ই-গভর্নমেন্ট প্রকিউরমেন্ট (ই-জিপি) চুক্তি নবায়ন করলো ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড।
মো.আলী নূর,মহাপরিচালক, সিপিটিইউ, আইএমই ডিভিশন, পরিকল্পনা মন্ত্রণালয় এবং মো. মোস্তফা খায়ের, উপ-ব্যবস্থাপনা পরিচালক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লি. স্ব-স্ব প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্র বিনিময় করেন।
এসময় শাহাজাদা বসুনিয়া, এসভিপি ও বিভাগীয় প্রধান, পাবলিক এ্যাফেয়ার্স এন্ড ব্রান্ড কমিউনিকেশন ডিভিশন, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লি. মো. মোশাররফ হুসাইন, সিনিয়র সিস্টেম এনালিস্ট, সিপিটিইউ, আইএমইডি, পরিকল্পনা মন্ত্রণালয়সহ অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
কেআই/
আরও পড়ুন