ঢাকা, বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪

ই-মেন্টরিং প্ল্যাটফর্মের উদ্বোধন মার্কিন রাষ্ট্রদূতের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:৪৮, ১৮ অক্টোবর ২০২০

বাংলাদেশে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল মিলার ও বাংলাদেশে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার (ইউএসএআইডি) ভারপ্রাপ্ত মিশন ডিরেক্টর জন এলেলো রোববার (১৮ অক্টোবর) একটি ই-মেন্টরিং কার্যক্রমের উদ্বোধন করেছেন।

কার্যক্রমটি কোভিড-১৯ সংক্রান্ত বাংলাদেশি ডাক্তারদের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের ব্যবহারিক চিকিৎসা বিশেষজ্ঞদের কাছ থেকে শেখা ও তাদের সঙ্গে অভিজ্ঞতা আদান-প্রদানের মাধ্যম হিসেবে ব্যবহৃত হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে রাষ্ট্রদূত মিলার বলেন, বাংলাদেশের স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলোতে কোভিড-১৯ আক্রান্তের ব্যবস্থাপনায় স্বাস্থ্য ব্যবস্থার সক্ষমতা জোরদারকরণে যুক্তরাষ্ট্র এই উদ্ভাবনী ই-মেন্টরিং কার্যক্রমে অংশ নিয়েছে বলে আমি গর্বিত। আমি বিশ্বাস করি, এর সক্ষমতা বৃদ্ধির ফলে বাংলাদেশের ডাক্তাররা আরও কার্যকরভাবে কোভিড-১৯ আক্রান্তদের ব্যবস্থাপনা এবং রোগের বিস্তার নিয়ন্ত্রণ করতে সক্ষম হবেন।

এ কার্যক্রমে পরামর্শদাতা প্রতিষ্ঠান হিসাবে নির্বাচিত হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়।

অন্যদিকে পরামর্শ গ্রহীতা হাসপাতাল হিসেবে প্রায় ৪০টি সরকারি ও ব্যক্তিমালিকানাধীন হাসপাতালকে নির্বাচন করা হয়েছে। পরামর্শ গ্রহীতা হাসপাতালগুলোর প্রায় এক হাজার ডাক্তার পরামর্শদাতা হাসপাতালের মেডিসিন বিষয়ের জাতীয় অধ্যাপকদের কাছে কোভিড-১৯ আক্রান্ত রোগীদের তথ্য ও চিকিৎসার ফলাফল তুলে ধরবে এবং জ্ঞান আদান-প্রদান ও প্রশিক্ষণের মাধ্যমে তাদের কাছ থেকে শিখবেন। 

এর বাইরে আরও ৩,০০০ ডাক্তার এসব পারস্পরিক কথোপকথনমূলক শিক্ষা অধিবেশনে সংযুক্ত হওয়ার মাধ্যমে পরোক্ষভাবে উপকৃত হবেন। পরবর্তী পর্যায়ে ই-মেন্টরিং কার্যক্রমের আওতায় ইউনিভার্সিটি অফ মিশিগ্যান’র ইন্টারনাল মেডিসিন বিষয়ক আবাসিক কার্যক্রম এবং বাংলাদেশের মেডিকেল বিশ্ববিদ্যালয়গুলোর সাথে সেন্টার ফর গ্লোবাল হেলথ ইকুইটি’র অংশীদারিত্বের ভিত্তিতে শিক্ষা ও জ্ঞান আদান-প্রদানমূলক অধিবেশনের সুযোগ তৈরি হবে। এই অধিবেশনগুলোও বাংলাদেশের সকল ডাক্তারের জন্য উন্মুক্ত থাকবে।

আরকে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি