ইংলিশ-মিডিয়ামে উত্তীর্ণ শিক্ষার্থীর থেকে ভর্তি ফি আদায় বে-আইনি
প্রকাশিত : ২০:১১, ২৫ মে ২০১৭ | আপডেট: ১১:৫৪, ২৯ মে ২০১৭
দেশের ইংলিশ মিডিয়ামের কোনো শিক্ষার্থী এক শ্রেণি থেকে অন্য শ্রেণিতে উত্তীর্ণ হওয়ার পর পুনরায় ভর্তি বা সেশন ফি আদায় বে-আইনি বলে রায় দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে দেশের সব ইংলিশ মিডিয়াম স্কুলকে ম্যানেজিং কমিটি গঠন ও সকল জাতীয় দিবস পালনসহ বেশ কিছু নির্দেশনা দিয়েছেন হাইকোর্ট।
২০১৪ সালে শিক্ষার্থীদের টিউশন ফি, পুনঃভর্তি ফি ও সেশন চার্জ বিষয়ে শিক্ষা বিধিমালা গঠনের নির্দেশনা চেয়ে ইংলিশ মিডিয়াম স্কুলের এক শিক্ষার্থীর অভিভাবক হাইকোর্টে রিট করেন। পরে কয়েকটি বিষয়ের উপর রুল দেন আদালত। রুলের শুনানি শেষে বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি মো. বদরুজ্জামানের বেঞ্চ বৃহস্পতিবার আদেশ দেন।
এতে ইংরেজি মাধ্যমের কোনো শিক্ষার্থী এক শ্রেণি থেকে অন্য শ্রেণিতে উত্তীর্ণ হওয়ার পর পুনরায় ভর্তি বা সেশন ফির নামে তার কাছ থেকে অর্থ আদায় করা বেআইনি ঘোষণা করা হয়েছে।
আদালত বলেছেন, ১৯৬২ সালের বেসরকারি বিদ্যালয় নিবন্ধন অধ্যাদেশ ও ২০০৭ সালের বেসরকারি বিদ্যালয় নিবন্ধন নীতিমালা অনুসারে দেশের প্রতিটি ইংরেজি মাধ্যম শিক্ষাপ্রতিষ্ঠানে ব্যবস্থাপনা কমিটি গঠন করতে হবে। আর কমিটিতে অভিভাবকদের প্রতিনিধিও থাকতে হবে।
প্রতিটি স্কুলে জাতীয় দিবসগুলো যথাযথ মর্যাদায় পালনের নির্দেশনাও দিয়েছেন আদালত।
সেই সঙ্গে ইংলিশ মিডিয়াম শিক্ষার্থীদের বাংলা ভাষা লিখতে ও বলতে পারার জন্য বিশেষ গুরুত্ব দেয়ার কথা বলেন আদালত।
আরও পড়ুন