ঢাকা, রবিবার   ০৫ জানুয়ারি ২০২৫

৫৮ রানেই অল আউট

ইংলিশদের ইজ্জত বাঁচালেন অভারটন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৫৫, ২২ মার্চ ২০১৮

ইংলিশদের ইজ্জত বানিয়েছেন ক্রেইগ অভারটন। তবে বোলিং করে না। নয় নম্বরে নেমে, ৩৩ রানের অপরাজিত এক ইনিংস খেলে ইংলিশদের চরম লজ্জার হাত থেকে বাঁচিয়েছেন তিনি। আর এতেই টেস্ট ক্রিকেটে দ্বিতীয় সর্বনিম্ন রানের স্কোর গড়া থেকে বেঁচে যায় ইংল্যান্ড।

২৭ রানে ৯ উইকেট হারিয়ে দ্বিতীয় সর্বনিম্ন রানের ইনিংস গড়ার পথে ছিল ইংল্যান্ড। তবে নয় নম্বরে ব্যাটিং করতে নেমে ৩৩ রানের এক ঝলমলে ইনিংস খেলেছেন ক্রেইগ অভারটন। এতেই কোন রকম ৫০ এর ঘরে পৌঁছায় ইংলিশরা। এটিই ইংলিংশদের ষষ্ঠ সর্বনিম্ন রানের কোন ইনিংস।

অস্ট্রেলিয়ার অ্যাসেজ সিরিজে ৪-০ হারের পর নিউজিল্যান্ড সফর করছে ইংল্যান্ড। নিজেদের প্রথম টেস্টে প্রথম স্পেলের মাত্র ১ ঘণ্টা ৩৫ মিনিটেই শেষ ইংলিশদের ইনিংস। ২০ ওভার ৪ বল খেলে সবকটি উইকেট হারিয়ে তাদের সংগ্রহ ৫৮ রান। এর আগে ইংল্যান্ডের সর্বনিম্ন রানের স্কোর ছিল ১৮৮৭ সালে। অজিদের বিরুদ্ধে মাত্র ৪৫ রানেই গুটিয়ে যায় ইংলিশদের ইনিংস।

কিউইদের পক্ষে ট্রেন্ট বোল্ট ৩২ রানে ৬ উইকেট লাভ করেন। অন্যদিকে টিম সাউদি ২৫ রান খরচে নেন ৪ উইকেট। এই দুই কিউই পেসারের তাণ্ডবে বিধ্বস্ত হয় ইংলিশরা। অবশ্য ইংল্যান্ডের ৫ ব্যাটসম্যানই রানের খাতা খুলতে পারেনি।

সূত্র: বিবিসি
এমজে/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি