ঢাকা, শনিবার   ২৯ জুন ২০২৪

ইংল্যান্ডকে ২৯৩ রানে অলআউট করে ব্যাট করছে বাংলাদেশ

প্রকাশিত : ১৬:৫৯, ২১ অক্টোবর ২০১৬ | আপডেট: ১৬:৫৯, ২১ অক্টোবর ২০১৬

চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে ইংল্যান্ডকে ২৯৩ রানে অলআউট করে ব্যাট করছে বাংলাদেশ। শেষ খবরে স্বাগাতিকদের সংগ্রহ ২ উইকেটে ৮৫ রান। উদ্বোধনী জুটিতে ২৯ রান তুলে ভাল শুরুর ইঙ্গিত দিয়েছিলেন তামিম ও ইমরুল। দলীয় ২৯ ও ব্যক্তিগত ২১ রানে মঈন আলীর বলে ইমরুল বোল্ড হন। একই ওভারে কোন রান যোগ হওয়ার আগেই মোমিনুল শূণ্য রানে ফিরে গেলে চাপে পড়ে টাইগাররা। ২ উইকেটে ২৯ রান নিয়ে লাঞ্চ বিরতীতে যায় তারা। এরআগে প্রথম দিনের ২৫৮ রানের সাথে আরো ৩৫ রান যোগ করে ২৯৩ রানে অল আউট হয় ইংল্যান্ড। দ্বিতীয় দিনে তাইজুল ২টি ও মিরাজ একটি উইকেট নেন। সব মিলিয়ে ৮০ রান দিয়ে ৬ উইকেট নিয়েছেন মেহেদী হাসান মিরাজ।
Ekushey Television Ltd.


Nagad Limted







© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি