ঢাকা, বুধবার   ২৭ নভেম্বর ২০২৪

ইংল্যান্ডের ফুটবলার মাইকেল ক্যারিকের জন্মদিন আজ

প্রকাশিত : ১৯:৩৭, ২৮ জুলাই ২০১৬ | আপডেট: ১৯:৩৭, ২৮ জুলাই ২০১৬

মাইকেল ক্যারিক ইংল্যান্ডের পেশাদার ফুটবলার। বর্তমানে ম্যানচেষ্টার ইউনাইটেড ক্লাবে খেলছেন এই সেন্ট্রাল মিডফিল্ডার। ১৯৮১ সালে আজকের এই দিনে ইংল্যান্ডের ওয়ালসেন্ড শহরে জন্মগ্রহন করেন তিনি। পুরো নাম মাইকেল ক্যারিক। দর্শক ও সহকর্মীদের কাছে ক্যারিক নামেই বেশি পরিচিত এ্ধসঢ়;ই দক্ষ ফুটবলার। মাত্র পাঁচ বছর বয়স থেকেই ফুটবলের জড়িয়ে পরেন তিনি। আর ১৯৮৬ সালে প্রথম যুব ক্যারিয়ার শুরু করেন ওয়ালসেন্ড বয়েস ক্লাবের জার্সিতে। আর এ্ধসঢ়;ই ক্লাবে খেলেন ১৯৯৭ সাল পর্যন্ত। ১৯৯৭ সালে নতুন করে মাঠে নামেন ওয়েস্ট হাম ইউনাইটেড ক্লাবে। যুব ক্যারিয়ারে এই ক্লাবে খেলেন দুই মৌসুম। এই ক্লাবে খেলার সময় ম্যানেজারের নজর কাড়লে ডাক পান বয়স ভিত্তিক দলে। ২০০৪ সাল পর্যন্ত ওয়েস্ট হামের হয়ে খেলেন ১৩৬টি ম্যাচ। ভালো খেলায় ক্যারিয়ারে ডাক পেয়েছেন অনেক ক্লাব থেকে।  ওয়েস্ট হামের হয়ে মাঝে ধারে খেলেন বার্মিংহ্যাম সিটি ও সুইনডন টাউনে। ২০০৪ সালে দুই মৌসুমের জন্য চুক্তিবদ্ধ হন টটেনহ্যামের জার্সি। ২০০৬ সাল থেকে এখনো খেলে যাচ্ছেন ম্যানচেষ্টার ইউ্ধসঢ়;নাইটেডে। ম্যান ইউর হয়ে এপর্যন্ত ২৯১টি ম্যাচ খেলে গোল করেছেন ১৭টি। ক্লাব পর্যায়ের পাশাপাশি জাতীয় দলের জার্সিতে আলো ছড়ান তিনি। খেলেন ইংল্যান্ড অনুর্ধ্ব-১৮ ও ২১ দলে। আর ২০০১ সাল থেকে খেলে যাচ্ছেন ইংল্যান্ডের জাতীয় দলে জাতীয় দলে। জাতীয় দলে এপর্যন্ত ম্যাচ খেলেন ৩৪টি।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি