ঢাকা, সোমবার   ১৩ জানুয়ারি ২০২৫

ইংল্যান্ডের বাড়া ভাতে ছাই দিলেন বোনার-হোল্ডার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:০০, ১৩ মার্চ ২০২২

ইংল্যান্ডকে জয় বঞ্চিত করার পর হোল্ডার-বোনারের উদযাপন

ইংল্যান্ডকে জয় বঞ্চিত করার পর হোল্ডার-বোনারের উদযাপন

ম্যাচ জয়ের জন্য শেষ দিনে ওয়েস্ট ইন্ডিজকে ৭১ ওভারে ২৮৬ রানের টার্গেট দিয়েছিল ইংল্যান্ড। ওই টার্গেটে খেলতে নেমে ৩৪.৩ ওভারেই ৬৭ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে স্বাগতিকরা। এ অবস্থায় জয়ের স্বপ্নই দেখছিল ইংল্যান্ড। 

তবে পঞ্চম উইকেট জুটিতে মাটি কামড়ে অবিচ্ছিন্ন ২১৫ বল খেলে ইংলিশদের বাড়া ভাতে ছাই ঢেলে দিয়ে উইন্ডিজকে হারের মুখ থেকে রক্ষা করেন এনক্রুমার বোনার ও জেসন হোল্ডার।

যার ফলে ওয়েস্ট ইন্ডিজ-ইংল্যান্ডের মধ্যকার তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্ট শেষ হয় ড্র’তেই।  আগামী ১৬ মার্চ ব্রিজটাউনে শুরু হবে সিরিজের দ্বিতীয় টেস্ট।

এর আগে অ্যান্টিগায় জ্যাক ক্রাউলির সেঞ্চুরির সঙ্গে অধিনায়ক জো রুটের হাফ-সেঞ্চুরিতে চতুর্থ দিন শেষে ৯ উইকেট হাতে নিয়ে ১৫৩ রানে এগিয়েছিল ইংল্যান্ড। তাদের স্কোর ছিল ১ উইকেটে ২১৭ রান। ক্রাউলি ১১৭ ও রুট ৮৪ রানে অপরাজিত ছিলেন। সেঞ্চুরির অপেক্ষা নিয়ে চতুর্থ দিন শেষ করেছিলেন রুট।

পঞ্চম ও শেষ দিনের ১১তম ওভারে ১১৫ ম্যাচের টেস্ট ক্যারিয়ারে ২৪তম সেঞ্চুরিটি তুলে নেন রুট। তিন অঙ্কে পা দিতে ১৮৮ বল খেলেন তিনি। রুটের সেঞ্চুরির আগেই প্যাভিলিয়নে ফেরেন ক্রাউলি ও ডেন লরেন্স। ১২১ রানে ক্রাউলিকে হোল্ডার ও লরেন্সকে ৩৭ রানে আউট করেন জোসেফ। রুটও থেমে যান ব্যক্তিগত ১০৯ রানে। জোসেফের দ্বিতীয় শিকার হন তিনি। রুট-ক্রাউলি দ্বিতীয় উইকেটে ২০১ রান যোগ করতে পেরেছিলেন। 

রুটের আউটের পর বেন স্টোকস ১৩ ও উইকেটরক্ষক বেন ফোকস ১ রান করে আউট হন। তবে ৮৯তম ওভারে ৬ উইকেটে ৩৪৯ রানে ইনিংস ঘোষণা করে ইংল্যান্ড। জনি বেয়ারস্টো ১৫ ও ক্রিস ওকস ১৮ রানে অপরাজিত থাকেন। ওয়েস্ট ইন্ডিজের জোসেফ ৭৮ রানে ৩টি, রোচ ৫৩ রানে ২টি উইকেট নেন।  

ইনিংস ঘোষণা করে দিনের শেষ দুই সেশনে ওয়েস্ট ইন্ডিজকে ৭১ ওভারে ২৮৬ রানের জয়ের লক্ষ্যমাত্রা দেয় ইংল্যান্ড। ক্যারিবীয় দুই ওপেনার ক্রেইগ ব্র্যাথওয়েট ও জন ক্যাম্পবেল ৫৯ রানের শুরু এনে দেন। এরপরই ওয়েস্ট ইন্ডিজ ইনিংসে নামে মিনি ধস। মাত্র ৮ রানের ব্যবধানে ৪ উইকেট হারায় স্বাগতিকরা। আর এতেই জয়ের স্বপ্ন দেখতে শুরু করে ইংল্যান্ড। কারণ, তখনও দিনের প্রায় ৩৬ ওভার খেলা বাকি ছিল। 

তবে ইংল্যান্ডের জয়ের স্বপ্নে পানি ঢেলে দেন প্রথম ইনিংসে লড়াকু সেঞ্চুরি করা বোনার ও হোল্ডার। প্রথম ইনিংসেও বোনার-হোল্ডারের ২১৫ বলে ৭৯ রানের জুটি ওয়েস্ট ইন্ডিজকে খেলায় ফিরিয়েছিল। এবারও ক্যারিবীয়দের হার থেকে রক্ষা করতে ইংলিশ বোলারদের সামনে বুক চিতিয়ে দাঁড়িয়ে যান বোনার ও হোল্ডার। 

অবিচ্ছিন্ন ২১৫টি বল খেলে ইংল্যান্ডকে জয় বঞ্চিত করেন দুজনে। জুটিতে রান উঠেছিল অবশ্য ৮০টি। যাতে ৭০ দশমিক ১ ওভারে ওয়েস্ট ইন্ডিজ করতে পারে ৪ উইকেটে ১৪৭ রান। 

বোনার ৮টি চারে ১৩৮ বল খেলে ৩৮ রানে অপরাজিত থাকেন। অন্যপ্রান্তে ৩টি চারে ১০১ বলে ৩৭ রানে অপরাজিত থাকেন হোল্ডার। ইংল্যান্ডের জ্যাক লিচ ৫৭ রানে ৩ উইকেট নেন। তবে প্রথম ইনিংসে ১২৩ রান করার সুবাদে ম্যাচ সেরা হয়েছেন বোনারই। 

এদিকে, এই ড্র’র পর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ৫ ম্যাচে ১৬ পয়েন্ট হল ওয়েস্ট ইন্ডিজের। অন্যদিকে, ১১ ম্যাচে ১৪ পয়েন্ট ইংল্যান্ডের। দু’দলেই অবস্থান করছে পয়েন্ট টেবিলের সর্বশেষ দু’টি স্থানে।

এনএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি