ঢাকা, সোমবার   ৩০ ডিসেম্বর ২০২৪

ইংল্যান্ডের বিপক্ষে আজই সিরিজ জয়ের আশা টাইগারদের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৩৯, ১২ মার্চ ২০২৩

বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে এবার টি-টোয়েন্টি সিরিজ জয়ের আশায় বাংলাদেশ। সিরিজে ১-০ তে এগিয়ে থাকার আত্মবিশ্বাস কাজে লাগাতে চায় স্বাগতিকরা।

মিরপুরে দ্বিতীয় ম্যাচটি শুরু হবে রোববার বিকাল ৩টায়। 

সংবাদ সম্মেলনে তরুণ টাইগার পেসার হাসান মাহমুদ বলেন, সিরিজে ১-০ তে এগিয়ে থাকার আত্মবিশ্বাস কাজে লাগাতে চায় স্বাগতিকেরা। অন্যদিকে, প্রথম ম্যাচ হাত ছাড়া হলেও জয় দিয়ে সিরিজে ফিরতে চায় ইংল্যান্ড। 

বাংলাদেশ ক্রিকেট দলে পরিবর্তনের বাতাস বইছে বেশ অনেক দিন ধরেই। টি-টোয়েন্টির বর্তমান দলে পূর্ববর্তী প্রজন্মের একজনই- সাকিব আল হাসান। নতুন চেহারার দল নিয়ে শর্টার ভার্সনে এগিয়ে যাওয়ার পথটা তাই ঠিক করে নিতে হবে তাকেই। সাকিবের এই অভিযানই যেন শুরু হয়েছে চট্টগ্রামের পয়মন্ত ভেন্যু থেকে। 

মিরপুরে তাই কঠোর অনুশীলনে সাকিব-বাহিনী। এখানেই হবে দ্বিতীয় টি-টোয়েন্টি। এরআগে সংবাদ সম্মেলনে আসেন পেসার হাসান মাহমুদ। প্রথমেই কথা বলেন নিজের পারফরম্যান্স নিয়ে। বাংলাদেশ পেসার তার ক্যারিয়ার শেষে নিজের নামের শেষে দেখতে চান পাঁচশ’ উইকেটের সংগ্রহ।

প্রথম টি-টোয়েন্টিতে বিশ্বচ্যাম্পিয়নদের হারিয়ে এবার সিরিজ জেতার ব্যাপারে আত্মবিশ্বাসী টিম বাংলাদেশ।

এদিকে, চট্টগ্রামে টানা দুই হারে কিছুটা হতাশ হলেও ওয়ানডের মতো টি-টোয়েন্টি সিরিজও নিজেদের হাতে তোলার প্রত্যাশা ইংলিশদের।

বাংলাদেশ দল
সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, আফিফ হোসেন, মেহেদি হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, নাসুম আহমেদ, নুরুল হাসান সোহান, শামীম হোসেন, রনি তালুকদার, তৌহিদ হৃদয়, রেজাউর রহমান রাজা ও তানভীর ইসলাম।

ইংল্যান্ড দল
জস বাটলার (অধিনায়ক), ফিল সল্ট, জোফরা আর্চার, মার্ক উড, মঈন আলী, ডেভিড মালান, স্যাম কারান, বেন ডাকেট, ক্রিস জর্ডান, আদিল রশিদ, রেহান আহমেদ, রিচ টপলি ও ক্রিস ওকস।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি