ঢাকা, বৃহস্পতিবার   ২৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

আজ যাদের খেলা

ইংল্যান্ডের বিপক্ষে চমক দেখাতে চায় ইরান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৪৮, ২১ নভেম্বর ২০২২

Ekushey Television Ltd.

কাতার বিশ্বকাপ ফুটবলের দ্বিতীয় দিনে সন্ধ্যা ৭টায় মুখোমুখি হচ্ছে ইরান ও ইংল্যান্ড। আর রাত ১০টায় নেদারল্যান্ডস লড়বে সেনেগালের বিপক্ষে। এছাড়া, রাত ১টায় ওয়েলসের প্রতিপক্ষ যুক্তরাষ্ট্র। নিজেদের প্রথম ম্যাচে জয়ের স্বপ্ন নিয়েই মাঠে নামবে দলগুলো। 

১৮৭২ সালে স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ ফুটবলে পা রাখে ইংল্যান্ড। স্বাগতিক হিসেবে ১৯৬৬ সালে স্বপ্নের ট্রফি জেতে ইংলিশরা। বর্তমান অধিনায়ক হ্যারি কেনকে রেখে দল সাজিয়েছেন কোচ গেরেথ সাউথগেট। তার অধীনেই ২০১৮ রাশিয়া বিশ্বকাপে শেষ চারে খেলেছিল ইংল্যান্ড। 

এদিকে, ইংল্যান্ডের বিপক্ষে চমক দেখানোর অপেক্ষায় এশিয়ার শীর্ষ র‌্যাঙ্কিংয়ের দল ইরান। এর আগে কখনও শেষ ষোলোয় খেলা হয়নি দলটির। তবে, আত্মবিশ্বাসী হয়ে ওঠা ইরান ভালো কিছুই করতে চাইছে কাতারের মাটিতে।

দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হচ্ছে সেনেগাল ও নেদারল্যান্ডস। বি গ্রুপের লড়াইয়ে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে তারা। ২০০২ সালে কোয়ার্টার ফাইনালে খেলে সেনেগাল। তবে, শক্তির বিচারে এগিয়ে নেদারল্যান্ডস। ১০ বার বিশ্বকাপে অংশ নিয়ে ফাইনালে খেলেছে তিনবার। এবার ট্রফি নিজেদের করতেই মাঠে নামবে দলটি।

দিনের শেষ ম্যাচে মুখোমুখি হবে যুক্তরাষ্ট্র ও ওয়েলস। দ্বিতীয়বারের মতো বিশ্বকাপে খেলতে যাচ্ছে ওয়েলস। ১৯৫৮ সালে প্রথম বিশ্বকাপে নেমেই খেলেছিল কোয়ার্টার ফাইনাল। আর ১৯৩০ সালে প্রথম বিশ্বকাপে অংশ নিয়েই সেমিফাইনাল খেলেছে যুক্তরাষ্ট্র। 

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি