ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

ইংল্যান্ডের সাথে গোলশুন্য ড্র ব্রাজিলের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৫২, ১৫ নভেম্বর ২০১৭ | আপডেট: ১১:০৬, ১৫ নভেম্বর ২০১৭

আন্তর্জাতিক প্রীতি ম্যাচে লন্ডনের ওয়েম্বলিতে মুখোমুখি হয়েছিলো পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল ও স্বাগতিক ইংল্যান্ড। মঙ্গলবার দিবাগত রাতের এ ম্যাচটি গোলশুন্য ড্র হয়েছে।

ম্যাচের প্রথমার্ধে আধিপত্য বিস্তার করেও গোল পায়নি সেলেসাওরা। দ্বিতীয়ার্ধের শুরুতেও সে ধারাবাহিকতা বজায় রাখে ব্রাজিল। দারুণ একটি সুযোগ পেয়েছিল, কিন্তু তা গোলে পরিণত করতে পারেনি। দানি আলভেসের চমৎকার একটি শট দারুণভাবে রুখে দেন ইংল্যান্ড গোলরক্ষক জো হার্ট। ৭৫ মিনিটে আরো একটি সুযোগ হাতছাড়া হয় ব্রাজিলের। বদলি খেলোয়াড় ফের্নানদিনিয়োর চমৎকার একটি শট পোস্টে লেগে ফিরে আসে। ম্যাচের বাকি সময়েও আর গোল না হলে ড্র নিয়ে মাঠ ছাড়ে দুদল।

সূত্র : ইভেনিং স্ট্যান্ডার্ড

এমআর


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি