ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

ইউএস ওপেনের দ্বিতীয় রাউন্ডে নাদাল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৩২, ২৮ আগস্ট ২০১৮ | আপডেট: ২০:০০, ২৮ আগস্ট ২০১৮

ইউএস ওপেনে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রাফায়েল নাদাল দ্বিতীয় রাউন্ডে পা দিয়েছেন। প্রতিপক্ষ ডেভিড ফেরার ইনজুরিতে পড়ে পুড়ো টুর্নামেন্ট থেকেই ছিটকে যাওয়ার ম্যাচে ৬-৩, ৩-৪ সেটে এগিয়ে ছিল নাদাল। তবে শেষ পর্যন্ত আর ফেরার আর মাঠে নামতে না পারায় শেষ পর্যন্ত নাদালকে বিজয়ী ঘোষণা করা হয়।

ফেরার দীর্ঘদিন ধরেই শারিরীক সমস্যায় ভুগছেন। আগেই ঘোষণা দিয়েছিলেন এবারের ইউএস ওপেনই তার সর্বশেষ গ্রান্ড স্লাম হতে যাচ্ছে। আগামী বছরের প্রথমদিকে বার্সেলোনা ও মাদ্রিদ ওপেন খেলে অবসর নেওয়ারও ঘোষণা দিয়েছেন তিনি। তবে প্রতিপক্ষের এমন ভাবে পড়ে যাওয়া মেনে নিতে পারছেন না খোদ নাদালও।

ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে নাদাল বলেন, ‘সে এখানেই থেমে যাবে, তা ভাবতে পারিনি। তার জন্য খুব খারাপ লাগছে। সে আমার খুব ঘনিষ্ঠ বন্ধু। ফ্রেঞ্চ ওপেনের ফাইনাল ও ডেভিস কাপের ফাইনালে তার সঙ্গে প্রতিযোগিতা করেছি। সে খুব ভালো মানের একজন মানুষ।’

এমজে/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি