ইউএস ওপেনের সেমিতে ভেনাস উইলিয়ামস
প্রকাশিত : ১৪:১১, ৭ সেপ্টেম্বর ২০১৭
সদ্য প্রথম সন্তানের জন্ম দেয়ায় ছোট বোন সেরেনা উইলিয়ামস এবার নেই। যেন তার অনুপস্থিতিতেই ইউএস ওপেনের তুলে নিলেন বড় বোন ভেনাস উইলিয়ামস। ৩৭ বছর বয়সকে যিনি বারবার হার মানিয়ে চলেছেন। উইম্বলডনেও দেখা গিয়েছিল।
ইউএস ওপেনের বুধবার অনুষ্ঠিত কোয়ার্টার ফাইনালে চেক রিপাবলিকের খেলোয়াড় পেত্রা কেভিতোভাকে ৬-৩, ৩-৬, ৭-৬ হারিয়ে টুর্নামেন্টের সবচেয়ে বয়স্কতম খেলোয়াড় হিসেবে সেমিফাইনালে উঠে গেলেন ভেনাস উইলিয়ামস। এবার তার সামনে প্রতিদ্বন্দ্বী স্লোয়ান স্টিফেন্স। যিনি আনাস্তাসিয়া সেভাসস্তোভাকে ৬-৩, ৩-৬, ৭-৬ হারিয়ে উঠে এলেন সেমিফাইনালে।
তিনি ভাগ্যকেই কৃতিত্ব দিচ্ছেন কোয়ার্টার ফাইনালের ম্যাচটা জেতার জন্য। তিনি বলেন, আমি খুব ভাগ্যবান, যে ম্যাচটা জিততে পেরেছি।
কেভিতোভার বিপক্ষে ম্যাচটা নিয়ে ভেনাস বলেন, ম্যাচটা খুব কঠিন ছিল। সার্ভিস ভাঙা বা ধরে রাখা কোনোটাই সহজ ছিল না। ঘরের মাঠে গ্র্যান্ড স্ল্যাম খেলছি, স্বাভাবিক ভাবেই এই ম্যাচটার গুরুত্ব আমার কাছে খুব বেশি ছিল।
অন্যদিকে, বিশ্বের এক নম্বর ক্যারোলিনা প্লিসকোভা সরাসরি ৭-৬, ৬-৩ সেটে হেরে গেছেন কোকো ভ্যান্ডেওয়েগের বিরুদ্ধে। এই হারে এক নম্বরের মুকুটও খোয়ালেন চেক প্রজাতন্ত্রের প্লিসকোভা। নতুন এক নম্বর হলেন গারবিনে মুগুরুজা। যিনি আগেই ছিটকে গিয়েছেন যুক্তরাষ্ট্র ওপেন থেকে।
//আর/এআর