ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

‘ইউক্রেন সংঘাত কয়েক দশক ধরে চলতে পারে’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৩৮, ২৬ মে ২০২৩

রাশিয়ার নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ বলেছেন, ইউক্রেন-রাশিয়া সংঘাত কয়েক দশক ধরে চলতে পারে। ভিয়েতনাম সফরকালে তিনি সাংবাদিকদেরকে এ কথা বলেন।

তিনি বলেন, ইউক্রেনের সরকার নব্য-নাৎসি ভাবনা থেকে বেরিয়ে না এলে এই সংঘাত দীর্ঘ সময়ের জন্য এমনকি কয়েক দশক ধরে চলতে পারে। এটি এক নতুন বাস্তবতা ও নতুন পরিস্থিতি। খবর তাস’র।

তিনি নিশ্চিত করে বলেন, ‘কিয়েভের বর্তমান শাসক যদি বহাল থাকে তাহলে তিন বছরের যুদ্ধবিরতি, দুই বছরের সংঘাত এমনি করে সবকিছু আবার একই রকম চলতে থাকবে। তিনি  বলেন, কিয়েভে নব্য-নাৎসি শাসনের মূল ভাবনা থেকে বেরিয়ে আসতে হবে।

সূত্র: বাসস

এসবি/ 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি