ঢাকা, বৃহস্পতিবার   ২৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ইউক্রেন সমস্যা সমাধানে মোদিকে পাশে চান পুতিন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৫৬, ২৮ ডিসেম্বর ২০২৩

Ekushey Television Ltd.

ইউক্রেন সমস্যার শান্তিপূর্ণ সমাধানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে পাশে চান রুশ প্রেসিডেন্ট ভ­াদিমির পুতিন। আগামী বছর মোদিকে মস্কো সফরের আমন্ত্রণ জানান তিনি।

স্থানীয় সময় বুধবার ক্রেমলিনে পুতিনের সঙ্গে বৈঠক করেন সফররত ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। আলোচনায় প্রাধান্য পায় দক্ষিণ এশিয়ার ভু-রাজনীতি ও ইউক্রেন ইস্যু। 

পুতিন জানান, প্রায় দু’বছর ধরে চলা ইউক্রেন যুদ্ধের শান্তিপূর্ণ সমাধানের জন্য ভারতকে প্রয়োজনীয় তথ্য দিয়ে সহযোগিতা করতে চায় মস্কো। বিশ্বব্যাপী যতোই রাজনৈতিক অস্থিরতা চলুক ভারতের সঙ্গে রাশিয়ার সম্পর্ক এগিয়ে যাবে বলে আশা প্রকাশ করেন তিনি। 

এসময় ভারত প্রধানমন্ত্রী মোদীকে রাশিয়া সফরের আমন্ত্রণ জানান পুতিন। 

এরআগে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে বৈঠক করেন জয়শঙ্কর। এসময় দুদেশের মধ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ চুক্তি সই হয়। 

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি